রাঁচি, 1 ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের জেএমএম-সহ শাসক জোটের সমস্ত বিধায়ককে চার্টার বিমানে হায়দরাবাদে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল। যদিও সেই পরিকল্পনা ভেস্তে দিল ঘন কুয়াশা ৷ ঘোড়া কেনাবেচার আশঙ্কা রুখতে বৃহস্পতিবার রাতেই শাসক জোটের বিধায়কদের নিয়ে বিমান হায়দরাবাদ যাওয়ার জন্য প্রস্তুত ছিল ৷ সেই বিশেষ বিমান অবশ্য হায়দরাবাদের উদ্দেশে যেতে পারল না ৷ ফের রাঁচি বিরসা-মুণ্ডা বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায় বিধায়কদের ৷ কারণ হিসাবে জানা যাচ্ছে, কম দৃশ্যমানতার কারণেই ওই বিমান যাত্রা করতে পারেনি।
এদিন সন্ধ্যা থেকেই শাসকদলের বিধায়কদের হায়দরাবাদে নিয়ে যাওয়ার তোড়জোর শুরু হয় ৷ ঝাড়খণ্ড সার্কিট হাউস থেকে সমস্ত বিধায়ক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনাও হয় ৷ রাজনৈতিক সংকটের মধ্যে জেএমএম-নেতৃত্বাধীন জোট বিধায়কদের হায়দরাবাদে নিয়ে যাওয়ার জন্য রাঁচি বিমানবন্দরে দুটি চার্টার্ড বিমান রাখা হয়েছিল বলেও জানা গিয়েছে ৷ শেষ পর্যন্ত অবশ্য সেই বিমান হায়দরাবাদ যেতে পারেনি ৷ যদিও কংগ্রেস বিধায়ক আম্বাপ্রসাদ বলেন, “ফ্লাইটটি বাতিল করা হয়নি, সূচি পরিবর্তন করা হয়েছে। 40 জনেরও বেশি সদস্য (জেএমএম-নেতৃত্বাধীন জোটের) ফ্লাইটে ছিলেন ৷”