নয়াদিল্লি, 12 মার্চ: নাগরিকত্ব সংশোধনী বিধি বাস্তবায়নের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) । শুধুমাত্র নির্দিষ্ট ধর্মের লোকদের নাগরিকত্ব দেওয়া হবে এবং তাদের অধিকারকে সুরক্ষিত করা হবে ৷ তাই অবিলম্বে সিএএ আইনের বিধি কার্যকর স্থগিত করা হোক ৷ এই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মুসলিম সম্প্রদায়ের মানুষজন ৷
আজ থেকে দেশে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 কার্যকর হয়েছে ৷ এই আইনের অধীনে যোগ্য ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে ৷ সোমবার কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটা ঘোষণা করা হয়েছে ৷ নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর 2019 সালের ডিসেম্বর থেকে সিএএকে চ্যালেঞ্জ করে 230টিরও বেশি পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়েছে ৷ যেগুলি শুনানি আদালতে মুলতুবি রয়েছে ।
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের আবেদনে বলা হয়েছে, "সিএএর বিভিন্ন বিধানকে চ্যালেঞ্জ করে প্রায় 250টি পিটিশন এই আদালতেদাখিল করা হয়েছিল এবং সেগুলি বিচারাধীন ছিল । যদি এই আদালত শেষ পর্যন্ত সিএএকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করে তবে এই ব্যক্তিরা যারা আইন এবং বিধির অধীনে নাগরিকত্ব পেয়েছিলেন তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে হবে বা তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, যা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করবে ৷"