শ্রীনগর, 22 নভেম্বর: গ্রেফতারের পর নিজেদের হেফাজতে রেখে স্থানীয়দের উপর অত্যাচার করা হয় ৷ ভারতীয় সেনার জওয়ানদের বিরুদ্ধে এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে ৷ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷
সেনার তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, "গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কিস্তওয়ার সেক্টরে 20 নভেম্বর অভিযান চালানো হয় ৷ সেখানে কয়েকজন স্থানীয়র উপর অত্যাচারের অভিযোগ উঠেছে সেনার বিরুদ্ধে ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে ৷ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷"
কোয়াত গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান মহম্মদ হোসেনের অভিযোগ, এলাকার 4 বাসিন্দার উপর অত্যাচার করেন সেনার জওয়ানরা ৷ তাঁরা হলেন, মেহেরজ উদ-দিন, মুশতাক আহমেদ, আব্দুল কবির এবং সাজ্জাদ আহমেদ ৷ তাঁদের চস্ক ক্যাম্পে ডেকে পাঠানো হয় ৷ বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ এরপর তাঁদের গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ৷