কোচবিহার, 9 জানুয়ারি: বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার অভিযোগ উঠছে ৷ পাশাপাশি ভারতীয় সীমান্ত এলাকা দখলের দাবি করছে ওপার বাংলা ৷ এই পরিস্থিতির মাঝে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শনে এলেন বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় গৌড় ৷ তিনদিনের সফরে বুধবার কোচবিহারে আসেন তিনি । বৃহস্পতিবার ও শুক্রবার সীমান্ত পরিদর্শনের পাশাপাশি আধিকারিকদের নিয়ে বৈঠকও করবেন বলে জানা গিয়েছে ।
বুধবার কোচবিহারে এসে প্রথমে বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটা, সিতাই ও শীতলকুচির সীমান্ত এলাকা ঘুরে দেখেন বিএসএফের আইজি । মূলত সীমান্তে নিরাপত্তায় কোথাও ঘাটতি আছে কি না তা খতিয়ে দেখতেই আইজির এই পরিদর্শন । সীমান্ত এলাকার পাশাপাশি বিভিন্ন বর্ডার আউটপোস্টগুলো ঘুরে দেখেন আইজি ।
যদিও এনিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি তিনি । তবে বিএসএফের এক আধিকারিক বলেন, "সীমান্ত এলাকার নিরাপত্তা খতিয়ে দেখতেই আইজি সাহেব এসেছেন ।" বিএসএফ সূত্রে খবর, কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত প্রায় 500 কিলোমিটার ভারত- বাংলাদেশ সীমান্ত রয়েছে । এর মধ্যে নদী ও সীমানাগত সমস্যার কারণে প্রায় 50 কিলোমিটার এলাকায় কাঁটাতার নেই । আর কাঁটাতার না থাকার সুযোগে ওইসব এলাকা দিয়ে পাচার চক্র চলে । পাশাপাশি বেআইনিভাবে মানুষের যাতায়াতও চলে ।
গত সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্ত থেকে 7 জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ । এর আগে গত 1 জানুয়ারি দিনহাটার ঝিকড়ি সীমান্ত থেকে 1 লক্ষ 3 হাজার 800 ডলার মার্কিন মুদ্রা ও 1 লক্ষ টাকা বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছে বিএসএফ । দিন কয়েক আগে শীতলকুচি সীমান্ত থেকে বেশকিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে ।
তাছাড়া বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাতেও উত্তেজনা রয়েছে । মালদা সীমান্তে বিএসএফ-কে কাঁটাতারের বেড়া দিতে বাধা দেয় বিজিবি । এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । এসবের মধ্যেই তিন দিনের সফরে বুধবার বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় গৌড় কোচবিহারে এলেন । তাঁর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিএসএফ মহলে ৷