নয়াদিল্লি, 24 জুলাই: কেন্দ্রীয় বাজেট নিয়ে নাখুশ 'ইন্ডিয়া' জোট ৷ বিরোধী-শাসিত রাজ্যকে বঞ্চনা করা হয়েছে এবারের বাজেটে ৷ এমনই অভিযোগ তুলে প্রতিবাদে সংসদের বাইরে সরব হয়েছে তৃণমূল-সহ বিরোধী দলের সাংসদরা ৷
কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, "কেন্দ্রীয় বাজেটে অনেক রাজ্যের প্রতি অন্যায় হয়েছে ৷ আমরা তাদের ন্যায়বিচারের জন্য লড়াই করছি ।" কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, "বেশিরভাগ রাজ্যের জন্য খুব কম বরাদ্দ করা হয়েছে বাজেটে । কেরলের জন্য বেশ কিছু বরাদ্দ করা হবে বলে প্রত্যাশা ছিল ৷ বিশেষ করে স্বাস্থ্য খাতে ৷ কিন্তু সেগুলি কিছুই পূরণ হয়নি । প্রতিটি রাজ্যের নিজস্ব সমস্যা রয়েছে সেগুলি বাজেটে নজর দেওয়া হয়নি ৷"
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে 'গ্রাউন্ডব্রেকিং' 1991 সালের বাজেটের কথা মনে করিয়ে বুধবার সোশাল মিডিয়ায় পোস্টে বলেছেন, "ভারতের ইতিহাসে জুলাই 1991 সালে উদারীকরণ বাজেট পেশ করা হয়েছিল ৷ তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী মনমোহন সিং এই বাজেটের মাধ্যমে অর্থনৈতিক সংস্কারের একটি নতুন যুগের সূচনা করেছিলেন ৷ এই দূরদর্শী পদক্ষেপটি দেশে বিপ্লব ঘটিয়েছে ৷ মধ্যবিত্তদের ক্ষমতায়ন করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য ও প্রান্তিকতা থেকে উন্নীত করেছে ৷ কংগ্রেসের এই যুগান্তকারী কৃতিত্বের জন্য অত্যন্ত গর্বিত, যা ভারতের বৃদ্ধির গতিপথকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং অগ্রগতি ও সমৃদ্ধির অনুপ্রেরণা হয়ে রয়ে গিয়েছে ৷"
মঙ্গলবার লোকসভায় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ এই বাজেটকে এনডিএ সরকার জনমুখী বললেও তা নিয়ে সরব হয়েছে কংগ্রেস ৷ গতকালই বাজেট নিয়ে সমালোচনা করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ এক্সে পোস্ট করে তিনি জানান, টিডিপি ও জেডিইউ শরিকদের মন রেখে তাদের জন্য বাজেট করেছে কেন্দ্রীয় সরকার ৷ আমজনতার কথা ভাবা হয়নি । এটি কুর্সি বাঁচানোর বাজেট ৷ শুধু তাই নয়, এই বাজেট কংগ্রেসের 2024 সালের ইস্তাহারকে নকল করে তৈরি করা হয়েছে বলেও দাবি করেন কংগ্রেস সাংসদ ৷