নয়াদিল্লি, 14 এপ্রিল:কয়েকশো ড্রোন-ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ৷ এর ফলে ইউক্রেনের পর ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে ৷ এই পরিস্থিতিতে সাময়িকভাবে ইজরায়েলের তেল আভিভ থেকে নয়াদিল্লিতে আসা-যাওয়ার সমস্ত উড়ান পরিষেবা বন্ধের ঘোষণা করতে পারে ভারতীয় বিমান সংস্থাগুলি ৷ এমনটাই সম্ভাবনার কথা জানা যাচ্ছে বিমান সংস্থা সূত্রে ৷
এয়ার ইন্ডিয়ার একটি বিমান শনিবার নিরাপদে তেল আভিভ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং তেল আভিভ থেকে ভারতে আসার কথা রয়েছে সেটির । দুটি প্রধান বিমান সংস্থা, এল আল এবং এয়ার ইন্ডিয়া, ইজরায়েল এবং ভারতের মধ্যে বাণিজ্যিক বিমান পরিষেবা পরিচালনা করছে । ভারতের দুটি প্রধান বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা ইরানের আকাশসীমা এড়িয়ে চলার ঘোষণা করেছে এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের ইউরোপ ও মার্কিন মুলুকের উপর দিয়ে দীর্ঘতর বিমান পথ অনুসরণ করতে বলেছে ।
ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে বিমানের পথ পরিবর্তনের বিষয়ে ভিস্তারা এয়ার একটি বিবৃতি জারি করেছে । বিবৃতিতে ভিস্তারা বলেছে, বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের কিছু অংশকে প্রভাবিত করার কারণে আমরা আমাদের কিছু বিমানের পথ পরিবর্তন করছি । কন্টিনজেন্সি রুটগুলি, যা এই ধরনের ঘটনার সময় অপারেশনাল ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য উপলব্ধ রাখা হয়, পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ৷