পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তাল বাংলাদেশ ! নির্দেশিকা জারি ভারতের, খোলা হল হেল্পলাইন নম্বর - Bangladesh Job Quota Protest - BANGLADESH JOB QUOTA PROTEST

India Issues Advisory for Nationals in Bangladesh: অনির্দিষ্টকালের জন্য় বন্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ৷ বৃহস্পতিবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারী ছাত্ররা ৷ তারপরেই নির্দেশিকা জারি করল ভারত সরকার ৷

India Issues Advisory for Nationals in Bangladesh
উত্তাল বাংলাদেশ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 1:27 PM IST

Updated : Jul 18, 2024, 1:35 PM IST

নয়াদিল্লি ও ঢাকা, 18 জুলাই: চাকরিতে সংরক্ষণ পদ্ধতির সংস্কারের দাবিতে ক্রমশ বিক্ষোভ বাড়ছে বাংলাদেশে ৷ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন তিন শিক্ষার্থী-সহ অন্তত ছ’জন ৷ তারপরেই এবার নির্দেশিকা জারি করল ভারত সরকার ৷

ওই নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারতীয়দের বাংলাদেশে ভ্রমণ এড়াতে এবং সেখানে বসবাসরত ভারতীয় ছাত্রছাত্রীদের বাসস্থানের বাইরে চলাচল কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে ।’’ একই সঙ্গে কোনও জরুরি বা সাহায্যের প্রয়োজন হাই কমিশনের নম্বরে যোগাযোগ করার কথাও বলা হয়েছে ৷

  • হেল্পলাইন নম্বর:
  • ভারতীয় হাই কমিশন, ঢাকা +880-1937400591 (হোয়াটসঅ্যাপেও উপলব্ধ)
  • ভারতের সহকারী হাই কমিশন, চট্টগ্রাম +880-1814654797 / +880-1814654799 (হোয়াটসঅ্যাপেও উপলব্ধ)
  • ভারতের সহকারী হাই কমিশন, রাজশাহী +880-1788148696 (হোয়াটসঅ্যাপেও উপলব্ধ)
  • সহকারী হাই কমিশন অফ ইন্ডিয়া, সিলেট +880-1313076411 (হোয়াটসঅ্যাপেও উপলব্ধ)
  • ভারতের সহকারী হাই কমিশন, খুলনা +880-1812817799 (হোয়াটসঅ্যাপেও উপলব্ধ)

সংরক্ষণ নিয়ে দেশজুড়ে সংঘর্ষ, অনির্দিষ্টকালে জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়

ছাত্র আন্দোলনের পরে অনির্দিষ্টকালের জন্য় বন্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ৷ তারপরেই আজ, বৃহস্পতিবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে আন্দোলনকারী ছাত্ররা ৷ ছাত্র আন্দোলনের অন্যতম আসিফ মাহমুদ সোশাল মিডিয়ায় জানিয়েছেন, হাসপাতাল এবং জরুরি পরিষেবাগুলি ছাড়া সমস্ত কিছু স্তব্ধ করে দেওয়া হবে । দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই ধর্মঘটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে ৷ অভিভাবকদের উদ্দেশ্যেও সমর্থন করার অনুরোধ জানিয়েছেন আন্দোলনকারীরা । কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে পড়শি রাষ্ট্র ৷

আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্র-ছাত্রীদের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগের ছাত্র সংগঠনের সদস্যরাও হামলা চালিয়েছে ৷ নিহতের মধ্যে রয়েছেন ছাত্রনেতা আবু সইদ ৷ পুলিশের সামনে তাঁর দু’হাত মেলে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য এখন সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ যেভাবে সংস্কারের দাবি চাওয়া ছাত্রকে গুলি করে মেরেছে বাংলাদেশের পুলিশ, তার নিন্দা শুরু হয়েছে বিশ্বজুড়ে ৷

Last Updated : Jul 18, 2024, 1:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details