নয়াদিল্লি ও ঢাকা, 18 জুলাই: চাকরিতে সংরক্ষণ পদ্ধতির সংস্কারের দাবিতে ক্রমশ বিক্ষোভ বাড়ছে বাংলাদেশে ৷ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন তিন শিক্ষার্থী-সহ অন্তত ছ’জন ৷ তারপরেই এবার নির্দেশিকা জারি করল ভারত সরকার ৷
ওই নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ভারতীয়দের বাংলাদেশে ভ্রমণ এড়াতে এবং সেখানে বসবাসরত ভারতীয় ছাত্রছাত্রীদের বাসস্থানের বাইরে চলাচল কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে ।’’ একই সঙ্গে কোনও জরুরি বা সাহায্যের প্রয়োজন হাই কমিশনের নম্বরে যোগাযোগ করার কথাও বলা হয়েছে ৷
- হেল্পলাইন নম্বর:
- ভারতীয় হাই কমিশন, ঢাকা +880-1937400591 (হোয়াটসঅ্যাপেও উপলব্ধ)
- ভারতের সহকারী হাই কমিশন, চট্টগ্রাম +880-1814654797 / +880-1814654799 (হোয়াটসঅ্যাপেও উপলব্ধ)
- ভারতের সহকারী হাই কমিশন, রাজশাহী +880-1788148696 (হোয়াটসঅ্যাপেও উপলব্ধ)
- সহকারী হাই কমিশন অফ ইন্ডিয়া, সিলেট +880-1313076411 (হোয়াটসঅ্যাপেও উপলব্ধ)
- ভারতের সহকারী হাই কমিশন, খুলনা +880-1812817799 (হোয়াটসঅ্যাপেও উপলব্ধ)