নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: আয়কর আপিলেট ট্রাইব্যুনাল কংগ্রেস দলের অ্যাকাউন্টগুলি ডি-ফ্রিজ করেছে । শুক্রবার এ কথা জানালেন কংগ্রেস নেতা বিবেক তনখা ৷ কংগ্রেস আজ সকালেই জানিয়েছিল যে, আয়কর কর্তৃপক্ষ তাদের প্রধান ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে দিয়েছে, যার প্রভাব পড়ছে সব রাজনৈতিক কার্যকলাপে ৷ এই অভিযোগ করার ঘণ্টাখানেক পরেই কংগ্রেস নেতা তনখা জানালেন যে, কংগ্রেসের অ্যাকাউন্টগুলি ডি-ফ্রিজ করা হয়েছে ৷
এ দিন ট্রাইব্যুনালের সামনে হাজির হয়ে কংগ্রেস নেতা বিবেক তনখা বলেন, দলটিকে এখন তার ব্যাংক অ্যাকাউন্টগুলি পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে । চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী বুধবার ট্রাইব্যুনাল এ বিষয়ে শুনানি করবে । তনখা বলেন, তিনি ট্রাইব্যুনালকে বলেছিলেন যে, অ্যাকাউন্ট ফ্রিজ বা হিমায়িত থাকলে, 'নির্বাচনের উৎসবে' অংশ নিতে পারবে না কংগ্রেস । আজ দিনের শুরুতে কোষাধ্যক্ষ অজয় মাকেন বলেন যে, আয়কর বিভাগ কংগ্রেসের প্রধান ব্যাংক অ্যাকাউন্টগুলিকে 'তুচ্ছ কারণে' ফ্রিজ করে দিয়েছে এবং এটি সাধারণ নির্বাচন ঘোষণার মাত্র দুই সপ্তাহ আগে দলের সমস্ত রাজনৈতিক কার্যকলাপকে প্রভাবিত করেছে ।
মাকেন সাংবাদিক সম্মেলন করে জানান, ভারতীয় যুব কংগ্রেসের অ্যাকাউন্টগুলি-সহ নির্বাচনী বছর 2018-19 এর জন্য 210 কোটি টাকার আয়কর দাবি করে আয়কর দফতর ৷ তারা বলেছিল, দলটি সংশ্লিষ্ট বছরের আয়কর রিটার্ন কয়েক দিন দেরিতে দাখিল করেছে এবং সে কারণেই এই পদক্ষেপ । তিনি বলেন, বুধবার আইটি কর্তৃপক্ষ অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ।