নয়াদিল্লি, 28 জুন:একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজধানী দিল্লি ৷ বৃষ্টির কারণে গত কয়েকদিন ধরে চলতে থাকা গরমের হাত থেকে রেহাই মিলেছে ৷ তবে জল জমে থাকায় সমস্যায় পড়েছেন দিল্লিবাসী ৷ কার্যত থমকে গিয়েছে রাজধানীর দৈনন্দিন জীবনযাত্রা ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির কয়েকটি এলাকায় শুরু হয় হালকা বৃষ্টি ৷ শুক্রবার ভোর থেকে তা ভারী বৃষ্টিতে পরিণত হয়েছে ।
জলমগ্ন দিল্লির বিভিন্ন এলাকা আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী,রাত 2.30টে থেকে ভোর 5.30টের মধ্যে, মাত্র 3 ঘণ্টায় দিল্লিতে 150 মিলি বৃষ্টি হয়েছে ৷ তবে এই পরিস্থিতি থেকে এখনই মিলছে না নিস্তার ৷ আগামী 3 জুলাই পর্যন্ত হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷ সেই সঙ্গে, শনিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে ৷
এদিকে, রাতভর একটানা বৃষ্টির কারণে আইটিও-র সামনের জল জমেছে। যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে ট্রাক সবই জলের মধ্যে ভাসছে । জলের তলায় চলে গিয়েছে শহরের নিচু এলাকার একাধিক বাড়ি ৷ জল ঢুকে পড়েছে রাজ্যের জলমন্ত্রী অতিশীর বাড়িতেও ৷ দিন কয়েক আগে দিল্লির প্রতিটি এলাকায় যাতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পৌঁছে যায় তার জন্য অনশনে বসেছিলেন ৷ শুধু তাই নয়, অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ এবার প্রকৃতির রোষে তাঁর বাড়িতেই ঢুকল বৃষ্টির জল ৷ পাশাপাশি জলমগ্ন থাকার কারণ রাজধানীর বিভিন্ন প্রান্তে প্রবল যানজট শুরু হয়েছে। বন্ধ হয়ে পড়েছে দিল্লি-এনসিআরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। আজাদ মার্কেটে জলে আটকে পড়ে একটি বাস ৷ সেখান থেকে যাত্রীদের উদ্ধার করতে টিউবের ব্যবহার করেছে প্রশাসন ৷ খোদ রাজধানীতে এমন ঘটনা ঘটতে পারে তা ভাবতে অবাকই লাগে ৷
শুক্রবার সকাল থেকে যানজটের সম্মুখীন হচ্ছেন বহু মানুষ । অন্যদিকে, ভারী বৃষ্টিপাতে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর ছাদ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন একাধিক ৷ ঘটনার জেড়ে টার্মিনাল থেকে সমস্ত বিমান পরিষেবা সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয় ৷ যাত্রী নিরাপত্তার কারণে চেক-ইন কাউন্টারগুলি বন্ধ করে দেওয়া হয় ৷
অন্যদিকে, একটানা ভারী বৃষ্টিতে শুক্রবার সকালে শহরের বেশ কয়েকটি অংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করা হয়েছে ৷ কর্মরত পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিসকম) কর্মকর্তারা জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটি এবং শহরের জলমগ্ন এলাকায় সতর্কতামূলক কারণে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে ৷ ডিসকমের এক আধিকারিক জানান, বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন অংশে বিদ্যুতের লাইন, খুঁটি এবং অন্যান্য ইনস্টলেশনের ক্ষতি হয়েছে ৷ যার কারণে এই বিপত্তি ৷ তবে বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের জন্য মেরামতের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের তুললায় 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি ৷ আগামীকাল, শনিবার দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷
আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল 5.30টা পর্যন্ত পালামে বৃষ্টি হয়েছে 17.6 মিলি, লোধি রোডে 9.6 মিলি, পিতামপুরায় মিলি, রিজে 6.2 মিলি এবং আয়া নগরে 1.8 মিলি বৃষ্টি ৷ তবে একটানা বৃষ্টিপাতের কারণে রাজধানীর বাতাসের মান উন্নত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ বৃহস্পতিবার বায়ু মানের সূচক (একিউআই) ছিল 79 ৷