সাহারানপুর (উত্তরপ্রদেশ), 14 ফেব্রুয়ারি: পণের 25 লাখ নগদ ও স্করপিও গাড়ি দেওয়া হয়নি ৷ তাতেই ক্ষুব্ধ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা ৷ মারধরের পাশাপাশি মহিলাকে এইচআইভি ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৷ এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে ৷ ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা ৷ এরপর অভিযুক্ত স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে গাঙ্গোহ থানায় মামলা দায়ের করা হয় । জেলা পুলিশ সুপার সাগর জৈন জানিয়েছেন, আদালতের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধ এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
গাঙ্গোহ এলাকার একটি গ্রামের এক বাসিন্দা পুলিশকে জানান, তিনি 2023 সালের ফেব্রুয়ারিতে হরিদ্বারের এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলেন । সেই সময় যৌতুক হিসেবে তিনি একটি গাড়ি, নগদ 15 লক্ষ টাকা এবং লক্ষ লক্ষ টাকার গয়না উপহার দিয়েছিলেন। তা সত্ত্বেও, তারা সন্তুষ্ট ছিল না । এত কিছু পাওয়ার পরেও শ্বশুরবাড়ির লোকেরা বিয়ের পর একটি স্করপিও এবং নগদ 25 লক্ষ টাকা দাবি করছিল ।