পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাংলাদেশিদের জন্য কোনও জায়গা নেই, ঘোষণা বরাক উপত্যকার হোটেল মালিকদের - BANGLADESH NATIONALS ASSAM

অসমের বরাক উপত্যকার হোটেলগুলি ঘোষণা করেছে, হিন্দুদের ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনও বাংলাদেশি নাগরিকদের থাকার ঘর, আতিথ্য দেবে না ৷

BANGLADESH NATIONALS ASSAM
বাংলাদেশি নাগরিকদের কোনও জায়গা নেই (ফাইল চিত্র)

By PTI

Published : Dec 7, 2024, 11:32 AM IST

গুয়াহাটি, 7 ডিসেম্বর: অসমের বরাক উপত্যকার হোটেলগুলি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশের কোনও নাগরিককে তারা জায়গা দেবে না ৷ হোটেলগুলি জানিয়েছে, প্রতিবেশী দেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা কোনও বাংলাদেশিকে থাকার ঘর, আতিথ্য দেবে না ৷

কাছাড়, শ্রীভূমি (পূর্বে করিমগঞ্জ) এবং হাইলাকান্দি তিনটি জেলা নিয়ে গঠিত বরাক উপত্যকা ৷ বাংলাদেশের সিলেট অঞ্চলের সঙ্গে 129 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এই এলাকার। শুক্রবার বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল রায় বলেন, "বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক। আমরা এটা কোনওভাবেই মেনে নিতে পারছি না। তাই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং তাদের ওপর নৃশংসতা বন্ধ না হওয়া পর্যন্ত বরাক উপত্যকার তিনটি জেলায় ওই দেশের কোনও নাগরিককে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের প্রতিবাদের রূপ ৷”

তিনি বলেন, "বাংলাদেশের জনগণকে নিশ্চিত করতে হবে যে, দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। পরিস্থিতির উন্নতি হলেই আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারব।"

দিন কয়েক আগে, বজরং দল শিলচরে গ্লোবাল এক্সপোর আয়োজকদের প্রতিবেশী দেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ হিসাবে বাংলাদেশি পণ্য বিক্রির দুটি স্টল বন্ধ করতে বলেছিল। তাদের দাবিও মেনে নেওয়া হয়েছে বলে খবর। বজরং দলের বিক্ষোভকারীরা এরপর শিলচরের বাংলাদেশ ভিসা সেন্টারে গিয়ে সাইনবোর্ড থেকে 'বাংলাদেশ' নাম মুছে ফেলার দাবি জানিয়েছিল। প্রসঙ্গত, এর আগে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিরুদ্ধে বরাক উপত্যকার তিনটি জেলাতেই ব্যাপক বিক্ষোভ হয়েছে। (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details