গুয়াহাটি, 7 ডিসেম্বর: অসমের বরাক উপত্যকার হোটেলগুলি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশের কোনও নাগরিককে তারা জায়গা দেবে না ৷ হোটেলগুলি জানিয়েছে, প্রতিবেশী দেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা কোনও বাংলাদেশিকে থাকার ঘর, আতিথ্য দেবে না ৷
কাছাড়, শ্রীভূমি (পূর্বে করিমগঞ্জ) এবং হাইলাকান্দি তিনটি জেলা নিয়ে গঠিত বরাক উপত্যকা ৷ বাংলাদেশের সিলেট অঞ্চলের সঙ্গে 129 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এই এলাকার। শুক্রবার বরাক ভ্যালি হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল রায় বলেন, "বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের অবস্থা উদ্বেগজনক। আমরা এটা কোনওভাবেই মেনে নিতে পারছি না। তাই পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং তাদের ওপর নৃশংসতা বন্ধ না হওয়া পর্যন্ত বরাক উপত্যকার তিনটি জেলায় ওই দেশের কোনও নাগরিককে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের প্রতিবাদের রূপ ৷”