নয়াদিল্লি, 25 এপ্রিল: শিশুদের খাদ্য সেরেল্যাকের পর এক সেফটি ফুডের তকমা হারাল হরলিক্স ৷ ইতিমধ্যেই পানীয় প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান ইউনিলিভার হরলিক্সের বোতল থেকে 'হেলথ ফুড ড্রিঙ্কস' ট্যাগ সরিয়ে নিচ্ছে বলে জানা গিয়েছে ৷ তার বদলে লেখা হয়েছে 'ফাংশানাল ন্যাশনাল ড্রিঙ্ক' (FND)৷ পাশাপাশি, ভারতের বিভিন্ন প্রান্ত থেকেই নেসলে কোম্পানির সেরেল্যাক-এর নমুনা সংগ্রহ করতে শুরু করেছে এফএসএসএআই অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্যান্ডার্স অথরিটি অফ ইন্ডিয়া ৷
কিছুদিন আগে একটি গ্লোবাল রিপোর্টে দাবি করা হয়, শিশুদের খাদ্য সেরেল্যাকে অতিরিক্ত পরিমাণে চিনি মিশ্রিত রয়েছে, যা অস্বাস্থ্যকর ৷ এবার তারই নমুনা সংগ্রহ করতে শুরু করল এফএসএসএআই (FSSAI)৷ সংস্থার সিইও জি কমলা বর্ধনা রাও সংসাদ সংস্থা পিটিআইকে বলেন, "ইতিমধ্যেই নেসলে কোম্পানির সেরেল্যাক বেবি সিরিয়াল-এর নমুনা সংগ্রহ করতে শুরু করেছি ৷ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই খাদ্যের নমুনা সংগ্রহ করতে সময় লাগবে 15 থেকে 20 দিন ৷"
মূলত, সুইস এনজিও পাবলিক আই-এর তরফে একটি প্রতিবেদন সামনে আনা হয় ৷ যেখানে বলা হয়, শিশু খাদ্য নেসলের সেরেল্যাকে চিনি জাতীয় উপাদান বেশি ব্যবহার করা হয়েছে ৷ এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে উপভোক্তা বিষয়ক মন্ত্রক এবং ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (NCPCR) ৷ এরপরেই এই খাদ্য শিশুদের জন্য কতটা সুরক্ষিত তা নিয়ে ওঠে প্রশ্ন চিহ্ন ৷ তারপরেই নমুনা সংগ্রহ করতে শুরু করে এফএসএসএআই ৷
অন্যদিকে, পানীয় হরলিক্স স্বাস্থ্যকর নয়, এই তথ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় ৷ সংস্থার চিফ ফিনানসিয়াল অফিসার রীতেশ তিওয়ারি জানিয়েছেন, হরলিক্স এখন থেকে ফাংশানাল ন্যাশনাল ড্রিঙ্ক-এর অন্তর্ভুক্ত ৷ 2006-এর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুযায়ী ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস সম্প্রতি জানিয়েছে হেলথ ড্রিঙ্কস বলতে যা বোঝায়, সেই তালিকায় রাখা যাবে না হরলিক্সকে ৷