পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রক মেমোরিয়ালে 45 ঘণ্টা ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী, কড়া নিরাপত্তা বলয়ে কন্যাকুমারী - PM MODI TO MEDIDATE 45 HOURS - PM MODI TO MEDIDATE 45 HOURS

PM Modi at Vivekananda Rock: আজ থেকে আগামী 45 ঘণ্টা বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী মোদি ৷ তার আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কন্য়াকুমারী-সহ অন্যান্য এলাকা ৷

PM Modi at Vivekananda Rock
টানা 45 ঘণ্টা ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী মোদি (ফাইল চিত্র)

By PTI

Published : May 30, 2024, 8:57 AM IST

কন্যাকুমারী, 29 মে:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 45 ঘন্টা থাকবেন বিবেকানন্দ রকে ৷ আর সেকারণে কঠোর নিরাপত্তা-সহ সমস্ত ব্যবস্থা করা হয়েছে সমুদ্রের উপর বিবেকানন্দ রক মেমোরিয়ালে ৷ সেখানেই ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী মোদি ৷

যদিও তামিলনাড়ুর শাসকদল ডিএমকে প্রধানমন্ত্রীর আধ্যাত্মিক কর্মসূচির অনুমতি দেওয়ার বিরুদ্ধে জেলা কালেক্টরের কাছে আবেদন করেছিল ৷ পর্যটন মরশুমের পাশাপাশি দেশ-বিদেশি পর্যটকদের একটা বড় অংশ প্রধানমন্ত্রীর এই কর্মসূচি যেমন দেখতে পেলেও এই ঘটনা আদর্শ আচরণবিধির পরিপন্থী বলে জানিয়েছে ডিএমকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য বন্ধ থাকবে ৷ এমনকী ব্যক্তিগত নৌকা সফরের অনুমতিও পর্যটকদের দেওয়া হবে না। 2019 সালের নির্বাচনী প্রচারের পর কেদারনাথ গুহায় একইভাবে ধ্যান করেছিলেন প্রধানমন্ত্রী ৷ পাঁচ বছর পর দাক্ষিণাত্যের শেষ সীমায় ফের ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী ৷ আর সেই কথা মাথায় রেখে দুই হাজার পুলিশ কর্মী এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার কর্মীদের মোতায়েন করা হয়েছে ৷ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সময় কঠোর নজরদারিও বজায় রাখা হবে বলেও জানা গিয়েছে।

বিজেপির তরফে জানানো হয়েছে, 30 মে লোকসভা নির্বাচনের প্রচারের শেষে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত স্মৃতিস্তম্ভ রক মেমোরিয়ালে ধ্যান করবেন মোদি ৷ তিনি 30 মে সন্ধ্যা থেকে 1 জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যান মণ্ডপমে ধ্যান করবেন বলেও জানা গিয়েছে ৷ এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি এখানকার বিখ্যাত শ্রী ভগবতী আম্মান মন্দিরেও প্রার্থনা করবেন। 1 জুন ধ্যানভঙ্গ করার পর মোদি সম্ভবত তিরুভাল্লুভার 133 ফুট উচ্চতার ভাস্কর্য পরিদর্শন করবেন ৷ সেটিও বিবেকানন্দ রক মেমোরিয়াল সংলগ্ন এলাকাতেই অবস্থিত ৷ মোদির সফরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তিরুনেলভেলি রেঞ্জের ডিআইজি প্রবেশ কুমার, পুলিশ সুপার ই সুন্দরভাথানমের সঙ্গে রক মেমোরিয়াল, বোট জেটি, হেলিপ্যাড এবং রাজ্য গেস্ট হাউসে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন। এমনকী প্রধানমন্ত্রীর মূল নিরাপত্তা দলও অনুষ্ঠানস্থলে পৌঁছে হেলিকপ্টার অবতরণের হেলিপ্যাডও পরীক্ষা করেছে ৷ আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে থাকা কন্যাকুমারী এবং এর আশেপাশে প্রায় দুই হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোদি 30 মে বিকেলে কন্যাকুমারীতে পৌঁছবেন ৷ পরে তিনি বিবেকানন্দ স্মৃতিসৌধে যাবেন। তিনি 1 জুন বিকাল তিনটে পর্যন্ত বিবেকানন্দ রক মেমোরিয়ালে থাকতে পারেন ৷ ওইদিনই লোকসভা নির্বাচনের সপ্তম এবং চূড়ান্ত পর্বে ভোটগ্রহণ হবে। যেহেতু প্রধানমন্ত্রী ধ্যানের জন্য প্রায় 45 ঘন্টা থাকবেন, তাই উপকূলীয় নিরাপত্তা সংস্থা, ভারতীয় কোস্ট গার্ড এবং ভারতীয় নৌবাহিনী সামুদ্রিক সীমান্তে নজরদারি চালাবে বলে সূত্রের খবর ৷ বিজেপি এর আগে জানিয়েছিল, মোদির আধ্যাত্মিক অবস্থানের জন্য কন্যাকুমারী বেছে নেওয়ার সিদ্ধান্তটি দেশের জন্য বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন এবং প্রতিশ্রুতিকে আরও জোরদার করে। 4 জুন ভোট গণনা শেষ হওয়ার পর তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details