কলকাতা, 22 জানুয়ারি: পশ্চিম মেদিনীপুরে স্যালাইন বিতর্কে প্রসূতির মৃত্যুতে অভিযুক্ত, সাসপেন্ড হওয়া এক চিকিৎসক এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন । পল্লবী বন্দ্যোপাধ্যায় নামে হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক অভিযোগ করেছেন, সিআইডি তড়িঘড়ি অভিযোগ দায়ের করে সেখানে কর্মরত ডাক্তারদের বলির পাঁঠা করার চেষ্টা করছে । সিআইডির এই ভূমিকাকে চ্যালেঞ্জ করে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন তিনি ।
তাঁর আরও বক্তব্য, যেখানে স্যালাইন নিয়ে এত বিতর্ক হচ্ছে, সেখানে সেই স্যালাইন নিয়ে তদন্ত না-করে পুলিশ ইচ্ছাকৃতভাবে ডাক্তারদের ফাঁসানোর চেষ্টা করছে । সোমবার তাঁর মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ।
উল্লেখ্য, গত 16 জানুয়ারি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন ব্যবহারে মৃত্যুর ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । দফতরের তরফে রাজ্যের মুখ্যসচিবকে এই রিপোর্ট দিতে হবে । একইসঙ্গে কেন্দ্র এব্যাপারে কী পদক্ষেপ করেছে, তাও রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে আদালত ৷ পাশাপাশি ওই স্যালাইন ব্যবহারের ফলে মৃত ও অসুস্থদের ক্ষতিপুরণ দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । 30 জানুয়ারি ফের ওই মামলার শুনানি হবে ।
এই ঘটনায় 13 সদস্যের ডাক্তারদের টিম গঠন করে রাজ্য তদন্ত করে দেখছে । ইতিমধ্যে একাধিক ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছে । জানা গিয়েছে, শাস্তি যাতে প্রত্যাহার করে নেওয়া হয়, তার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন সাতজন ডাক্তার ৷
উল্লেখ্য, মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের ব্যবহারে পাঁচজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে । তাঁদের মধ্যে একজনের সেখানেই মৃত্যু হয় । বাকিদের মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য আনা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে । আর অপরজন মেদিনীপুর মেডিক্যালেই ভর্তি থাকলেও তাঁর সদ্যোজাত পুত্রসন্তানের মৃত্যু হয় ৷