কোচবিহার, 22 জানুয়ারি: অনুষ্ঠানে গান করতে গিয়ে আধঘণ্টা পরই অসুস্থ হয়ে পড়লেন প্লেব্যাক সিঙ্গার মোনালি ঠাকুর । তড়িঘড়ি তাঁকে উৎসবস্থল থেকে গাড়ি করে নিয়ে আসা হয় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কোচবিহারের দিনহাটা উৎসবে ৷
জানা গিয়েছে, বর্তমানে সুস্থ রয়েছেন মোনালি ঠাকুর ৷ প্রাথমিক চিকিৎসার পর রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে ৷ কোচবিহারের একটি হোটেলে রাত্রিযাপন করেন শিল্পী । বুধবারও সেখানেই আছেন তিনি । এদিন ফের তাঁর শারীরিক পরীক্ষা হবে ।
মোনালি ঠাকুর একটি ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে দিনহাটা উৎসবে গান করতে এসেছিলেন ৷ সেই ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মকর্তা পাপন সরকার বলেন, "মঙ্গলবার রাতে মঞ্চে ওঠার আগে থেকেই মোনালি ঠাকুর অসুস্থ বোধ করছিলেন ৷ সেখানেই চিকিৎসক তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন । এরপর কিছুটা সুস্থ বোধ করলে তিনি মঞ্চে গান করতে ওঠেন ৷ সেখানে আধঘণ্টা অনুষ্ঠান করার পর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি । তারপর তড়িঘড়ি তাঁকে কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । বর্তমানে সুস্থ আছেন তিনি । আজ তাঁর আবার শারীরিক পরীক্ষা হবে ৷"
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর 98তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনহাটা উৎসবের আয়োজন করা হয় । দিনহাটা সংহতি ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার । সেখানেই মোনালি ঠাকুর গান করতে আসেন । তবে তিনি অনুষ্ঠান করার পরে হঠাৎই অসুস্থ বোধ করেন ৷ এরপরেই তাঁকে তড়িঘড়ি দিনহাটা থেকে কোচবিহারে নিয়ে আসা হয় ।
কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মোনালি ঠাকুরকে । রাতে সেখানে যান কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক । তিনি বলেন, "হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় ।"