মুম্বই, 8 জুলাই:রাজধানী দিল্লির পর এবার মহারাষ্ট্র ৷ জল থইথই মুম্বইয়ের একাধিক রাস্তা ৷ রবিবারের রাত থেকে টানা বৃষ্টিতে সপ্তাহের শুরুর দিন সকালেই ভারী বৃষ্টিতে ডুবল বাণিজ্যনগরী মুম্বই ও শহরতলি। রাস্তা, ট্রেন লাইন-সহ একাধিক জায়গা জলের নীচে ৷ অনেক স্টেশনেই ঢোকার আগে আটকে গিয়েছে ট্রেন। রীতি ভারী বৃষ্টির কারণে একাধিক স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।
ট্রেন লাইন জলের তলায় চলে যাওয়ার কারণে একের পর এক ট্রেন বাতিল করা হয়েছে । ঘুরপথে চালানো হচ্ছে বহু ট্রেনকে ৷ আবার 10-15 মিনিট করে দেরিতে চলছে ট্রেন ৷ যে রাজ্যে লোকাল ট্রেনকে 'লাইফলাইন' বলা হয়। প্রত্যেকদিন বহু মানুষ যাতায়াত করে থাকেন। সকাল থেকে বৃষ্টির কারণে কার্যত বিধ্বস্ত ট্রেন পরিষেবা। তাই সোমবার, সপ্তাহ শুরুর দিনেই যাত্রীদের কপালে জুটেছে দুর্ভোগ ৷ বেশ কিছু জায়গায় গাড়ি জলের তোড়ে ভেসে যেতে দেখা গিয়েছে। এমনকী প্রবল বৃষ্টির কারণে বহু বিমান মুম্বই বিমানবন্দরে ল্যান্ড পর্যন্ত করতে পারেনি বলে খবর।