পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জল থইথই মায়ানগরী, ভারী বৃষ্টিতে ডুবেছে ট্রেন লাইন - Heavy rain in Mumbai - HEAVY RAIN IN MUMBAI

Mumbai Rain: প্রবল বৃষ্টিতে ভাসছে মায়ানগরী ৷ রবিবার রাত থেকে ভারী বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি মুম্বই শহরের একাধিক জায়গায় ৷ আন্ধেরি, কুর্লা, ভান্দুপ, কিংস সার্কেল, দাদার-সহ একাধিক এলাকায় ব্যাপক জল জমেছে ৷ যার জেরে ট্রেন লাইনে জল দাঁড়িয়েছে এক হাঁটু সমান ৷ রাস্তাঘাটে কোনওরকমে যাচ্ছে যানবাহন ৷ ভারী বৃষ্টির কারণে একাধিক স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

Mumbai Rain
ভারী বৃষ্টিতে ডুবেছে রাস্তাঘাট থেকে ট্রেন লাইন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 1:01 PM IST

মুম্বই, 8 জুলাই:রাজধানী দিল্লির পর এবার মহারাষ্ট্র ৷ জল থইথই মুম্বইয়ের একাধিক রাস্তা ৷ রবিবারের রাত থেকে টানা বৃষ্টিতে সপ্তাহের শুরুর দিন সকালেই ভারী বৃষ্টিতে ডুবল বাণিজ্যনগরী মুম্বই ও শহরতলি। রাস্তা, ট্রেন লাইন-সহ একাধিক জায়গা জলের নীচে ৷ অনেক স্টেশনেই ঢোকার আগে আটকে গিয়েছে ট্রেন। রীতি ভারী বৃষ্টির কারণে একাধিক স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

ট্রেন লাইন জলের তলায় চলে যাওয়ার কারণে একের পর এক ট্রেন বাতিল করা হয়েছে । ঘুরপথে চালানো হচ্ছে বহু ট্রেনকে ৷ আবার 10-15 মিনিট করে দেরিতে চলছে ট্রেন ৷ যে রাজ্যে লোকাল ট্রেনকে 'লাইফলাইন' বলা হয়। প্রত্যেকদিন বহু মানুষ যাতায়াত করে থাকেন। সকাল থেকে বৃষ্টির কারণে কার্যত বিধ্বস্ত ট্রেন পরিষেবা। তাই সোমবার, সপ্তাহ শুরুর দিনেই যাত্রীদের কপালে জুটেছে দুর্ভোগ ৷ বেশ কিছু জায়গায় গাড়ি জলের তোড়ে ভেসে যেতে দেখা গিয়েছে। এমনকী প্রবল বৃষ্টির কারণে বহু বিমান মুম্বই বিমানবন্দরে ল্যান্ড পর্যন্ত করতে পারেনি বলে খবর।

দেওঘরে ভারী বৃষ্টিতে ভাঙল বহুতল, মৃত 3; আহত 5

মুম্বইয়ের ওরলি, দাদার, চুনাভাট্টি, কুর্লা, সায়ন, কান্দিভালি, বোরিভালি, আন্ধেরি, বান্দ্রা, সান্তাক্রুজ, গোরেগাঁও ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে, ওবেরয় মলে প্রচুর পরিমাণে জল জমেছে । আজ ছুটি ঘোষণা করেছে মুম্বই মেট্রোপলিস স্কুলে ৷ ভারী বৃষ্টির জেরে যাতে কোনও পড়ুয়াদের অসুবিধার মুখে পড়তে না-হয় তাই মুম্বই মেট্রোপলিসের সমস্ত পৌরসভা, সরকারি-বেসরকারি স্কুল এবং কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে ৷ গতকাল মধ্যরাত থেকে আজ সকাল 7টা পর্যন্ত শহরের একাধিক জায়গায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

ছুটি বাতিল করা হয়েছে জররি পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিক এবং কর্মীদের। পথে নেমে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন পুরসভার কর্মীরা।উল্লেখ্য়, গত কয়েকদিন আগে প্রবল বৃষ্টির সাক্ষী থাকে দিল্লি। একাধিক রাস্তা এলাকা একেবারে জলের তলায় চলে যায়। বেশ কয়েকজনের মৃ্ত্যু হয় ৷ এবার বৃষ্টিতে বিপর্যস্ত শিল্পনগরীর রাজ্য ৷

ABOUT THE AUTHOR

...view details