হাওড়া, 18 ফেব্রুয়ারি: ফের ট্রেন বাতিল, যার জেরে সমস্যায় পড়তে চলেছেন যাত্রীরা । রক্ষণাবেক্ষণের কারণে রেল নিম্নলিখিত ট্রেনগুলিকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ মঙ্গলবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে পূর্বরেল । একনজরে দেখে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকা...
বাতিল হওয়া ট্রেনের তালিকা...
- 12311 হাওড়া–কালকা নেতাজি এক্সপ্রেস (18 ও 19 ফেব্রুয়ারি)
- 12312 কালকা–হাওড়া নেতাজি এক্সপ্রেস (18 ও 19 ফেব্রুয়ারি)
- 12367 ভাগলপুর–আনন্দ বিহার টার্মিনাল বিক্রমশিলা এক্সপ্রেস (18 ও 19 ফেব্রুয়ারি)
- 12368 আনন্দ বিহার টার্মিনাল–ভাগলপুর বিক্রমশিলা এক্সপ্রেস (18 ও 19 ফেব্রুয়ারি)
- 12176 গোয়ালিয়র–হাওড়া চম্বল এক্সপ্রেস (18 ফেব্রুয়ারি)
- 12175 হাওড়া–গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস (19 ফেব্রুয়ারি)
- 22911 ইন্দোর–হাওড়া শিপ্রা এক্সপ্রেস (18 ফেব্রুয়ারি)
- 22912 হাওড়া–ইন্দোর শিপ্রা এক্সপ্রেস (20 ফেব্রুয়ারি)
- 22466 আনন্দ বিহার টার্মিনাল–মধুপুর বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর সুপারফাস্ট এক্সপ্রেস (19 ফেব্রুয়ারি)
- 22465 মধুপুর–আনন্দ বিহার টার্মিনাল বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর সুপারফাস্ট এক্সপ্রেস (20 ফেব্রুয়ারি)
বিকল্প পথে চালিত ট্রেনের তালিকা...
- 12330 আনন্দ বিহার টার্মিনাল–শিয়ালদা সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস (19 ও 26 ফেব্রুয়ারি)
নতুন রুট: কানপুর সেন্ট্রাল–লখনউ–পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে চলবে (আগের রুট: কানপুর সেন্ট্রাল–প্রয়াগরাজ জংশন–মির্জাপুর–পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন) ।
- 12329 শিয়ালদা–আনন্দ বিহার টার্মিনাল সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস (28 ও 25 ফেব্রুয়ারি)
নতুন রুট: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন–বারাণসী–জঙ্ঘাই–উন্নাও জংশন–কানপুর সেন্ট্রাল হয়ে চলবে (আগের রুট: পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন–মির্জাপুর–প্রয়াগরাজ জংশন–কানপুর সেন্ট্রাল) ।
পাশাপাশি ডাউন লিংক ট্রেনগুলির দেরিতে চলাচলের কারণে নিম্নলিখিত ট্রেনগুলোর নির্ধারিত সময় পরিবর্তন করা হয়েছে...
- 20975 হাওড়া–আগ্রা ক্যান্ট চম্বল এক্সপ্রেস, যা 18 ফেব্রুয়ারি 5টা 45 মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল, সেটি নতুন সময় অনুযায়ী রাত 11.55 মিনিটে ছাড়বে ।
- 12333 হাওড়া–প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস, যা 18 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টা 55 মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল, সেটি নতুন সময় অনুযায়ী 19 ফেব্রুয়ারি দুপুর 1টা 30 মিনিটে ছাড়বে ।
- 13009 হাওড়া–যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস, যা 18 ফেব্রুয়ারি রাত 8টা 25 মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল, সেটি নতুন সময় অনুযায়ী 19 ফেব্রুয়ারি তারিখে ভোর 3টা 30 মিনিটে ছাড়বে ।
- 12307 হাওড়া–যোধপুর এক্সপ্রেস, যা 18 ফেব্রুয়ারি তারিখে রাত 11টা 30 মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল, সেটি নতুন সময় অনুযায়ী 19 ফেব্রুয়ারি ভোর 4টেয় ছাড়বে ।
- 12331 হাওড়া–জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস, যা 18 ফেব্রুয়ারি 11টা 55 মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল, সেটি নতুন সময় অনুযায়ী 19 ফেব্রুয়ারি তারিখে 5টায় ছাড়বে ।