হাথরস (উত্তরপ্রদেশ), 3 জুলাই: লাশের উপর লাশ ৷ এককথায় যাকে বলে মৃত্যুমিছিল ! হাথরসের সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্য়া বেড়েই চলেছে ৷ বুধবার পদপিষ্ট হয়ে মৃতের সংখ্য়া দাঁড়াল 121 জন ৷ আহত হয়েছেন 31 জন ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ পদপিষ্ট হওয়ার ঘটনায় দায়িত্ব কার, প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷
এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাংবাদিক বৈঠকে জানান, 121 জনের মধ্যে 6 জন অন্য রাজ্যের বাসিন্দা ৷ মধ্যপ্রদেশ ও রাজস্থান থেকে 1 জন করে এবং হরিয়ানার 4 জন সৎসঙ্গে যোগ দিতে হাথরসে এসেছিলেন ৷
বুধবার রিলিফ কমিশনারের অফিস থেকে জানান হয়েছে, চিকিৎসা চলাকালীন আহদের মধ্যে অন্তত 28 জনের মৃত্যু হয়েছে ৷ ইতিমধ্যে, পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রথম এফআইআর দায়ের করা হয়েছে ৷ ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় সংগঠনের প্রধান সেবাদার দেবপ্রকাশ মধুকর-সহ বাকি আয়োজকদের নামে এফআইআর দায়ের করা হয়েছে ৷ এদিকে এফআইআর-এ নাম নেই স্বঘোষিত গডম্যান ভোলে বাবার ৷ মঙ্গলবার বিকেলে এই ভয়াবহ ঘটনার পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না ৷ ভোলে বাবা খোঁজে তল্লাশি চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ ৷
এই ঘটনার তদন্তে সামনে আসছে, ওই সৎসঙ্গ অনুষ্ঠানে প্রায় 80 হাজার ভক্তের জমায়েতের জন্য অনুমতি দেওয়া হয়েছিল ৷ সেই মতো ব্যবস্থা করে স্থানীয় প্রশাসন ৷ কিন্তু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় 2 লক্ষ 50 হাজারেরও বেশি ভক্ত ৷ স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷
ভোলে বাবা ওই এলাকায় বাবা নারায়ণ হরি নামেও পরিচিত ৷ তিনি আদৌ তাঁর আশ্রমের ভিতরেই রয়েছেন, নাকি অন্যত্র চলে গিয়েছেন, এ বিষয়ে আধিকারিকরা কিছুই জানাতে পারেননি ৷ তবে পুলিশের একাংশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি নিজের আশ্রমের মধ্য়েই রয়েছেন ৷ উত্তরপ্রদেশের মৈনপুরীর বিচওয়ান গ্রামে ভোলে বাবার আশ্রমের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ পিটিআই সূত্রে খবর, সেখানে মিডিয়ার কারও প্রবেশের অনুমতি নেই ৷
অন্যদিকে, মৃতদের মধ্যে 116 জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে প্রশাসনের তরফে ৷ সেইসঙ্গে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে ৷
এই হেল্পলাইন নম্বরগুলি হল:-
আগ্রা জোন কন্ট্রোল- 7839866849