পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'মোরা গোরা অঙ্গ' থেকে 'বিড়ি জ্বালাইলে', জ্ঞানপীঠে সম্মানিত 'ফুরসত কে রাতদিন' খ্যাত বহুমুখী প্রতিভার গুলজার - 58th jnanpith award

Gulzar gets Jnanpith: এখন যাঁরা মধ্যবয়সে, তাঁরা অনেকেই তাঁদের শৈশবে মোগলির মুখে 'জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়' গান শুনে বড় হয়েছেন ৷ আবার এই প্রজন্মের আলিয়া ভাটের লিপে 'অ্য়ায় ওয়াতন' গানের রচয়িতাও সেই গুলজার ৷ তিনিই পেলেন এবছরের জ্ঞানপীঠ পুরস্কার ৷

ETV Bharat
গুলজার পেলেন জ্ঞানপীঠ পুরস্কার

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 2:23 PM IST

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ পেলেন 'মুসাফির হুঁ ইয়ারো'র স্রষ্টা কবি, গীতিকার, পরিচালক গুলজার ৷ তিনি ছাড়া সংস্কৃত পণ্ডিত জগদগুরু রামভদ্রচার্যাও এই পুরস্কার পেয়েছেন ৷ শনিবার 58তম জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করে জ্ঞানপীঠ কমিটি ৷

1934 সালে ব্রিটিশ শাসিত ভারতের তৎকালীন ঝিলম জেলায় শিখ পরিবারে জন্মগ্রহণ করেন সম্পূরন সিং কালরা ৷ তিনি পরবর্তীকালে গুলজার হিসেবে পরিচিত হন ৷ বলিউডে সুরকার এসডি বর্মনের সঙ্গে কাজ শুরু করেছিলেন তরুণ গুলজার ৷

ছ'য়ের দশক থেকে শুরু করে ন'য়ের দশক, এমনকী একবিংশ শতক- এখনও গান বেঁধে চলেছেন 'মোরা গোরা অঙ্গে'র গুলজার ৷ 2023 সালের শেষে মুক্তি পেয়েছে 'শ্যাম বাহাদুর' ৷ অভিনয় করেছেন ভিকি কৌশল ৷ একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের জেনারেল শ্যাম মানিকশ'র জীবন নিয়ে তৈরি এই সিনেমায় গীতিকার 89 বছর বয়সি গুলজার ৷

'আঁধি'র গীতিকারের গানে লিপ দিয়েছেন বাংলার মহানায়িকা সুচিত্রা সেনও ৷ সাতের দশকের শেষে সুচিত্রা-সঞ্জীবকুমারের লিপে 'তুম আ গয়ে হো, নুর আ গয়া হে' এই 'ভুলভুলাইয়া' সময়েও সমান জনপ্রিয় ৷ আটের দশকের প্রথম দিকে 'মাসুম' সিনেমায় ছোট্ট উর্মিলার লিপে 'লকরি কি কাঠি', আর এই সিনেমারই অনুপ ঘোষালের কণ্ঠ, নাসিরুদ্দিন শাহের লিপে 'তুঝসে নারাজ নেহি জিন্দগি'তে তো একবিংশ শতকের প্রজন্মের কাছেও আশ্রয় ৷

এক কথায় গুলজার যেন সব পেয়েছির সম্ভার ৷ নয়ের দশকে বিখ্যাত মোগলির টাইটেল সং 'জঙ্গল জঙ্গল বাত চলি হে'র রচয়িতা ছিলেন গুলজার ৷ আবার মিলেনিয়াম যুগের অভিনেতা-অভিনেত্রীরা, যাঁদের অনেকেই উত্তরাধিকার সূত্রে বলিউডে বিশেষ জায়গা করে নিয়েছেন, সেই তরুণ প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের লিপেও শোনা গিয়েছে গুলজারের লেখা গান ৷ বিপাশা বসুর লিপে ও নাচে 'বিড়ি জ্বালাইলে'র দৃশ্য ভাবলে কি ভাবা যায় এই গানের রচয়িতাও গুলজার? 2018 সালে মুক্তি পায় মেঘনা গুলজারের 'রাজি' ৷ তাতে অভিনেত্রী আলিয়া ভাটের লিপে 'অ্যায় ওয়াতন' গান দেশপ্রেমকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে ৷ এর আগে 2002 সালে উর্দু সাহিত্যে তাঁর অবদানের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন কবি গুলজার ৷

আরও পড়ুন:

  1. মাত্র উনিশেই থামল জীবন! মৃত্যু 'দঙ্গল' খ্যাত আমিরকন্যার, কারণ ঘিরে ধোঁয়াশা
  2. 'সেলেব ভাবার অবকাশই নেই', বলিউডে আত্মপ্রকাশের পরেও মাটিতে পা ঝিলমের
  3. অন্তরালে থেকেই অঞ্জনা দিলেন না 'নায়িকার সংবাদ', প্রয়াত উত্তমের হিরোইন

ABOUT THE AUTHOR

...view details