নয়াদিল্লি, 24 অগস্ট: সোশাল মিডিয়ায় ছড়াল দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মৃত্যুর খবর । কিন্তু, বহাল তবিয়তেই রয়েছেন লখনউয়ের সংসদ ৷ প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যু সংক্রান্ত ভুয়ো খবরটি ছড়িয়েছিল নয়াদিল্লির একটি ইউটিউব চ্যানেল ৷ তারপরেই ওই ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
এই ঘটনায় গাজিয়াবাদের শালিমার গার্ডেন পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা রাজেশ সিং ৷ তিনি ওই অভিযোগে লিখেছেন, রাজনাথ সিং শুধুমাত্র সাংসদ নন, দেশের প্রতিরক্ষা মন্ত্রীও ৷ তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোয় নেটিজেনদের মধ্যে আলোড়ন পড়ে যায় ৷
ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের (ইটিভি ভারত) তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাটির সূত্রপাত গাজিয়াবাদের শালিমার গার্ডেন এলাকায় ৷ রাজেশ সিং এই খবর দেখার পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ৷ তাঁর দাবি, এই ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা খবর ছড়ানো ইউটিউব চ্যানেলগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন । তিনি বলেন, ‘‘এ ধরনের খবর শুধু দেশের নিরাপত্তার জন্য সমস্যার উদ্রেক ঘটাতে পারে না, সামাজিক অস্থিতিশীলতাও সৃষ্টি করতে পারে ৷’’
প্রাথমিকভাবে ওই খবর দেখার পরেই নেটিজেনরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ৷ ভুয়ো খবরে বিভ্রান্তি ছড়ায় তাঁদের মধ্যেও ৷ যদিও সত্যিটা জানার পরেই সোশাল মিডিয়া জুড়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ৷ এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারকারী চ্যানেলগুলিকে নিষিদ্ধ করার দাবিও তুলেছেন নেট-নাগরিকরা ৷ পুলিশ অভিযোগটির ভিত্তিতে তদন্ত শুরু করেছে ৷ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা । তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্টও বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে ৷