গয়া, 6 অগস্ট: আর কয়েকদিন পরেই রাখিবন্ধন উৎসব ৷ বিহারের গয়ায় চলছে রাখির জোর প্রস্তুতি । মনপুরে 'বৃক্ষ বি দ্য চেঞ্জ' নামে একটি সংস্থা রয়েছে, যারা শিক্ষার্থীদের বিনামূল্যে আইআইটি প্রস্তুতি প্রদান করে । সেখানে পাঠরত ছাত্রীরা রাখিবন্ধন উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বিশেষ রাখি তৈরি করছেন । এই রাখি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে ।
ছাত্রী শোভা কুমারীর কথায়, "এবারও আমি প্রধানমন্ত্রীকে রাখি পাঠাব । প্রধানমন্ত্রী ছাত্রীদের জন্য অনেক কিছু করেছেন । মহিলাদের উন্নতির জন্যও অনেক কিছু করেছেন ৷ মহিলারা তাঁর জন্য ঘর থেকে বেরিয়ে চাকরি করছেন । একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে দেশে, যা প্রধানমন্ত্রী এনেছেন ৷ এর প্রত্যক্ষ সুফল পাচ্ছেন মহিলা ও ছাত্রীরা ।"
গয়ার পাটোয়া টলিতে আইআইটি হাবে তৈরি হচ্ছে রাখিগুলি (নিজস্ব ছবি) এক ছাত্রী বলেন, প্রধানমন্ত্রী দাদার মতো কাজ করছেন ৷ তাই বোনেরা তাঁর জন্য রাখি পাঠিয়ে তাঁদের দায়িত্ব পালন করতে চলেছে । আরেক ছাত্রী খুশি রানির কথায়, "আমরা নিজেরাই প্রধানমন্ত্রীর জন্য রাখি তৈরি করছি । রাখির জন্য বিভিন্ন ধরনের সামগ্রী আনা হয়েছে এবং তা সুতোয় বাঁধা হচ্ছে । প্রধানমন্ত্রী মোদির জন্য একটি বিশেষ রাখি তৈরি করা হচ্ছে । তিনি আমাদের জন্য একজন দাদা ৷ যিনি ছাত্রীদের সাহায্য করেন । আমরা আমাদের প্রতিভা দিয়ে লক্ষ্য অর্জন করছি ।"
প্রধানমন্ত্রী মোদির জন্য বিশেষ রাখি (নিজস্ব ছবি) সেনা জওয়ানদের জন্যও রাখি তৈরি
সীমান্তে মোতায়েন সেনাদের জন্য হাজার হাজার রাখি তৈরি করছেন ছাত্রীরা । এখনও পর্যন্ত 3500 রাখি তৈরি করা হয়ে গিয়েছে । এই সব ছাত্রীরা গত কয়েকদিন ধরে এই রাখি তৈরি করছেন । প্রতিদিন শিক্ষার্থীরা 2 ঘণ্টা সময় দেন এই রাখি তৈরির পিছনে । এই রাখিগুলো পাঠানো হবে ভারত ও পাকিস্তান সীমান্তে কর্মরত সেনাদের কাছে । এছাড়া ভারত-বাংলাদেশ সীমান্ত এবং ভারত-চিন সীমান্তে মোতায়েন সেনাদের কাছেও এই রাখি পাঠানো হবে ।
রাখিগুলি তৈরি করছেন ছাত্রীরা (নিজস্ব ছবি) রাখি তৈরি নিয়ে ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে । গত 4 বছর ধরে এখানকার ছাত্রীদের তৈরি রাখি সীমান্তে মোতায়েন সেনাদের জন্য পাঠানো হচ্ছে । বিভিন্ন কোড-সহ সেনা জওয়ান ও অফিসারদের কাছে রাখি পাঠানো হয় । অনলাইন থেকে জানার পর এখানকার বোনেরা সৈনিক দাদাদের জন্য রাখি পাঠান । আগে 1000 রাখি পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, কিন্তু যেভাবে রাখি তৈরি হচ্ছে তাতে এই বোনেরা সীমান্তে কর্মরত সৈনিক ভাইদের আরও বেশি করে রাখি পাঠাবেন ।
ওই রাখি চলে যাবে সেনা জওয়ানদের কাছেও (নিজস্ব ছবি) ছাত্রীরা জানাচ্ছেন, গত মাস থেকে তাঁরা রাখি তৈরি করছেন । সীমান্তে মোতায়েন সেনা জওয়ানরা রাখিতে তাঁদের বাড়িতে আসতে পারেন না ৷ কারণ তাঁরা দেশ রক্ষা করতে ব্যস্ত থাকেন । এমতাবস্থায় ওই সব বোনেরা হাজার হাজার রাখি পাঠান জওয়ানদের যাতে তাঁরা বোনেদের অভাব অনুভব না করেন । এভাবে গত কয়েক বছর ধরে ওই ছাত্রীরা তাঁদের সৈনিক ভাইদের জন্য রাখি তৈরি করে ডাক বিভাগের মাধ্যমে পাঠাচ্ছেন ।
এই রাখি পরবেন মোদি (নিজস্ব ছবি) এই বিষয়ে 'বৃক্ষ বি দ্য চেঞ্জ' সংস্থার সচিব যুগেশ্বর প্রসাদ বলেছেন, "গত 4 বছর ধরে এখানে অধ্যয়নরত ছাত্রীরা সীমান্তে মোতায়েন সেনাদের জন্য নিজের হাতে রাখি তৈরি করছেন এবং তাঁদের পাঠাচ্ছেন ৷ হাজার হাজার রাখি পোস্টের মাধ্যমে সেনাদের কাছে পাঠানো হয় । এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও রাখি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ছাত্রীরা ৷"
পাটোয়া টলি আইআইটি হাব হিসাবে বিখ্যাত
বিহারের গয়ার পাটোয়া টলি আইআইটি হাব হিসাবে পরিচিত । এখান থেকে শত শত শিক্ষার্থী পড়ে রাজ্যে, দেশে ও বিদেশে নিজেদের প্রতিভা তুলে ধরছেন । 'বৃক্ষ বি দ্য চেঞ্জ' নামের একটি সংগঠন এক দশকেরও বেশি সময় ধরে ছাত্রীদের হাতে কলমে কাজ শেখাচ্ছে । এই সংস্থার মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে IIT-NEET প্রস্তুতি প্রদান করা হয় । এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস নেন । গুরুত্বপূর্ণ বিষয় হল, এখান থেকে পড়ে বিপুল সংখ্যক ছাত্রী ইঞ্জিনিয়ার হচ্ছে । এই এলাকাটি আইআইটি হাব হিসাবে পরিচিত হয়েছে ।