বিষ্ণুপুর (মণিপুর), 7 সেপ্টেম্বর: মণিপুরে ফের হিংসা ছড়াল ৷ শনিবার সকালে মণিপুরের জিরিবাম জেলায় নতুন করে ছড়ানো হিংসার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন ৷ পুলিশ জানিয়েছে, একজনকে ঘুমের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে ৷ পরে অন্য একটি ঘটনায় পাহাড়ের উপর গুলি বিনিময়ে চারজন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে ৷
মণিপুরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জঙ্গিরা জেলা সদর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটি বিচ্ছিন্ন স্থানে একা বসবাসকারী এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে এবং ঘুমের মধ্যে তাঁকে গুলি করে হত্যা করে । এর পর জেলা সদর থেকে 7 কিলোমিটার দূরে পাহাড়ে সশস্ত্র দু’টি পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয় ৷ এর ফলে তিনজন জঙ্গি-সহ চারজন সশস্ত্র ব্যক্তি নিহত হয় ৷
গত বছরের মে মাস থেকে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয় উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুরে ৷ মূলত, কুকি ও মেইতেইদের মধ্যে গোলমালের জেরেই এই ঘটনা ঘটে ৷ শুরুর দিকে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলমাল হলেও পরে তা কমে যায় ৷ আপাত শান্ত পরিস্থিতি তৈরি হয় ৷ কিন্তু গত কয়েক সপ্তাহে রকেট হামলা-সহ একাধিকবার আক্রমণের ঘটনায় নতুন করে উত্তাপ বাড়তে শুরু করেছিল মায়ানমার সীমান্ত সংলগ্ন এই রাজ্যে ৷ এবার প্রাণহানির ঘটনায় নতুন করে ওই রাজ্যে হিংসা বৃদ্ধি পেতে পারে বলে অনেকে মনে করছেন ৷
উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিন সন্দেহভাজন কুকি জঙ্গিরা ড্রোন ব্যবহার করে রকেট পরিচালিত গ্রেনেড দিয়ে হামলা চালায় ৷ সেই হামলায় 31 বছর বয়সী এনগাংবাম সুরবালা নামে এক ব্যক্তি নিহত হন ৷ ইম্ফল পশ্চিম জেলার কৌর্তুকে এই ঘটনাটি ঘটেছিল ৷ সেই হামলায় সুরবালার আট বছরের মেয়ে-সহ দুই পুলিশ কর্মী ও তিনজন সাধারণ ব্যক্তি আহত হন ৷ পরদিন, 2 সেপ্টেম্বরও এই ধরনের ড্রোন হামলা হয় ৷ তবে সেই ঘটনায় কেউ মারা যাননি ৷ বরং আহত হন তিনজন ৷