পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণ, শ্রম দিবসে প্রাণ হারালেন 4 শ্রমিক ; দেখুন ভিডিয়ো - LABOURS DIE IN EXPLOSION

Explosion in Tamilnadu: দেশজুড়ে পালিত হচ্ছে মে দিবস ৷ আর সেই শ্রম দিবসের দিনই খনিতে কাজ করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল কর্মরত চারজন শ্রমিকের ৷

পাথর খাদানে বিস্ফোরণে মৃত টার শ্রমিক
বিস্ফোরণের মুহূর্তের ছবি

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 11:43 AM IST

Updated : May 1, 2024, 12:05 PM IST

বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ

বিরুধুনগর (তামিলনাড়ু), 1 মে: খনিতে পাথর ভাঙার সময় ভয়াবহ বিস্ফোরণ ৷ তাতেই মৃত্যু হল 4 শ্রমিকের ৷ জানা গিয়েছে, পাথর ভাঙতে যখন বিস্ফোরক ব্যবহার করা হয়, তখনই এই বিস্ফোরণ ঘটে ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিরুধুনগরে ৷ পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে ৷ সকালে পাথর খাদানে কাজ করছিলেন ওই চারজন শ্রমিক ৷ তখনই অসাবধানতাবশত বিস্ফোরক নামাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে ৷

প্রাথমিক তথ্যে জানা গিয়েছে যে, বিস্ফোরকগুলি যেখানে রাখা ছিল সেখানে পাথর ভাঙার জন্য গাড়ি থেকে তা নামানোর সময় ঘর্ষণে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, খনিটিতে নুড়ি, পাথর ইত্যাদি ভাঙার কাজ করা হত ৷

এই দুর্ঘটনায় 4 শ্রমিকের মৃত্যু হয়েছে । এছাড়াও বিস্ফোরক মজুত থাকা বাড়িটির কাছে থাকা দুটি গাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । এ ক্ষেত্রে ওই এলাকায় বিস্ফোরক থাকায় ফায়ার সার্ভিস ও পুলিশ ওই এলাকার কাছাকাছি যেতে পারছে না । এই বিস্ফোরণের সময় আশপাশের প্রায় 20 কিলোমিটার দূরের বাড়ি-ঘর কম্পনে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের সিসিটিভি ফুটেজও প্রকাশিত হয়েছে। সেখানেই দেখা গিয়েছে এই বিস্ফোরণের তীব্রতা ৷

দেশজুড়ে যখন মে দিবস পালিত হচ্ছে তখন এই দিনেই কর্মরত শ্রমিকের মৃত্যু বেদনাদায়ক ৷

আরও পড়ুন :

  1. জাদুঘর-রাজভবনে বোমা বিস্ফোরণের হুমকি, তদন্তে লালবাজার
  2. চা বানাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পরিবারে 4 সদস্যের মৃত্যু
Last Updated : May 1, 2024, 12:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details