পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদির 'বিদ্বেষমূলক' ভাষণে মর্যাদাহানি হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের, অভিযোগ মনমোহনের - Manmohan Singh - MANMOHAN SINGH

Manmohan Singh: বৃহস্পতিবার পঞ্জাবের ভোটারদের জন্য লিখিত বিবৃতি দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ সেই বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন ৷ তাঁর ক্ষোভ, বিদ্বেষমূলক ভাষণ দিয়ে প্রধানমন্ত্রীর দফতরের মর্যাদাহানি করেছেন নরেন্দ্র মোদি ৷

Manmohan Singh-NARENDRA MODI
মনমোহন সিং-নরেন্দ্র মোদি (ইটিভি ভারত)

By PTI

Published : May 30, 2024, 7:59 PM IST

Updated : May 30, 2024, 9:24 PM IST

নয়াদিল্লি, 30 মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ বৃহস্পতিবার তিনি মোদির বিরুদ্ধে নির্বাচনী প্রচারে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার অভিযোগ করেছেন ৷ তাঁর দাবি, এর ফলে প্রধানমন্ত্রীর দফতরের মর্যাদাহানি হয়েছে ৷ মনমোহন সিংয়ের আরও দাবি, একমাত্র কংগ্রেসই পারে সংবিধান ও গণতন্ত্র সুরক্ষিত রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে ৷ এ দিন পঞ্জাবের ভোটারদের জন্য বার্তা দিতে গিয়ে তিনি এই কথা বলেন ৷

কংগ্রেসের এই নেতা একটি চিঠির মাধ্যমে এই ভোট বার্তা দিয়েছেন ৷ সেখানে অগ্নিবীর-সহ মোদি সরকারের তরফে নেওয়া একাধিক সিদ্ধান্তের সমালোচনা করেছেন ৷ তিনি লিখেছেন, "বিজেপি মনে করে যে দেশপ্রেম, সাহসিকতা এবং সেবার মূল্য মাত্র চার বছরের । এটি তাদের ভুয়ো জাতীয়তাবাদের পরিচয় ৷"

আরও পড়ুন:

তিনি আরও লিখেছেন, "আমি এই নির্বাচনী প্রচারের সময় রাজনৈতিক বক্তৃতাকে গভীরভাবে অনুসরণ করছি । মোদিজি সবচেয়ে বেশি বিদ্বেষমূলক ভাষণ দিয়েছেন ৷ যা সম্পূর্ণরূপে বিভেদ তৈরি করে ৷ এর ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মর্যাদা হানি হয়েছে ।’’ মনমোহনের আরও বক্তব্য, "অতীতে কোনও প্রধানমন্ত্রীই সমাজের একটি নির্দিষ্ট অংশ বা বিরোধী দলকে লক্ষ্য করে এমন বিদ্বেষপূর্ণ, অসংসদীয় এবং নোংরা শব্দ উচ্চারণ করেননি । তিনি আমার সম্বন্ধেও কিছু মিথ্যা বিবৃতি দিয়েছেন আমি আমার জীবনে কখনও সম্প্রদায়কে অন্যের থেকে আলাদা করে দেখিনি ৷ এটা তো বিজেপির কাজ ৷’’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন যে দেশের সম্পদের উপর প্রথম অধিকার সংখ্যালঘুদের দেওয়ার কথা বলেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ৷ এই নিয়ে মনমোহন সিং বলেন, ‘‘অমানবিকতার এই আখ্যান এখন চরমে পৌঁছেছে । আমাদের প্রিয় দেশকে এই শক্তি থেকে বাঁচানো এখন আমাদের কর্তব্য ।"

(পিটিআই)

Last Updated : May 30, 2024, 9:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details