পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কী হচ্ছে বাংলাদেশে? থারুরদের বিস্তারিত ব্যাখ্যা দিলেন বিদেশ সচিব

পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উঠে এল বাংলাদেশ প্রসঙ্গ। প্রতিবেশী দেশে কী ঘটছে, তা সাংসদদের জানালেন বিদেশ সচিব।

SHASHI THAROOR
বিক্রম মিস্রী এবং শশী থারুর (ইটিভি ভারত)

By ANI

Published : 4 hours ago

নয়াদিল্লি, 11 ডিসেম্বর: পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়েছে বুধবার ৷ আর সেই বৈঠকেও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ ৷ সেই বৈঠকের পর কমিটির চেয়ারম্যান শশী থারুর জানিয়েছেন, বেশ কয়েকটি প্রশ্ন বৈঠকে উঠে এসেছে ৷ বিদেশ সচিব বিক্রম মিস্রি, যিনি সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছেন, তিনিও সংসদীয় কমিটিকে যাবতীয় বিষয় ব্রিফ করেছেন।

থারুর বলেন, "বাংলাদেশ সম্পর্কে আমাদের বিস্তারিত বলা হয়েছে। বৈঠকে বিদেশ সচিবও হাজির ছিলেন ৷ 20-21 জন সাংসদদের কমিটির সামনে তিনি সবিস্তারে পরিস্থিতিও জানিয়েছেন ৷" থারুর জানান, পুঙ্খানুপুঙ্খভাবে বৈঠকে প্রশ্ন করা হয়েছিল এবং বিদেশ সচিব তার সবকটিরই স্পষ্টভাবে উত্তর দিয়েছিলেন। জানা গিয়েছে, বৈঠক চলাকালীন বিদেশ সচিব বিক্রম মিস্রি এই বিষয়ে কমিটিকে ব্রিফ করেন ৷ এমনকী ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যত নিয়েও কথা বলেছেন তিনি।

বাংলাদেশ সফরে গিয়ে বিদেশ সচিব সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি প্রতিবেশী দেশের বিদেশ সচিবের সঙ্গে খোলামেলা, অকপট এবং গঠনমূলক আলোচনা করেছেন। মিস্রি জানিয়েছেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র ইস্যুগুলিকে নিয়েই আলোচনা করেছেন ৷ বাংলাদেশে থাকাকালীন, মিস্রি সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গেও দেখা করেছিলেন ৷

ইউনুস ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ককে খুবই দৃঢ় এবং ঘনিষ্ঠ বলে বর্ণনা করেছেন বলে তাঁর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। বিদেশ সচিব জানান, নয়াদিল্লির লক্ষ্য ঢাকার সঙ্গে তাদের সম্পর্ককে আরও বাড়ানো এবং সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা করা যাতে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক আরও জোরদার হয় ৷ অন্যদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "আলোচনায় সংখ্যালঘু, ভারতে শেখ হাসিনার অবস্থান, এবং আঞ্চলিক সহযোগিতার কথা উঠে এসেছে।

( সংবাদসূত্র: এএনআই)

ABOUT THE AUTHOR

...view details