নয়াদিল্লি, 24 জুন: অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে সোমবার ৷ যেখানে সাংসদ হিসেবে শপথ নেবেন সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী প্রার্থীরা ৷ সাংসদ হিসেবে শুরুতে বেলা 11 টায় শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুধু তাই নয়, সদ্য গঠিত অষ্টাদশ লোকসভার স্পিকার কে হবেন ? তাও জানা যাবে সংসদের বিশেষ এই অধিবেশনে ৷ অধিবেশন চলবে 3 জুলাই পর্যন্ত ৷
আগামী 26 জুন সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার স্পিকার পদে নির্বাচন ৷ বিগত বেশ কয়েকদিন ধরে এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে জল্পনা তুঙ্গে ৷ এই আবহে প্রোটেম স্পিকার হিসেবে সোমবার অধিবেশন শুরু করবেন জল্পনার কেন্দ্র বিন্দুতে থাকা বিজেপি নেতা এবং সাতবারের সদস্য ভর্তৃহরি মহতাব ৷ তবে তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শপথবাক্য পাঠ করবেন বিজেপির এই আইন প্রনেতা ৷ এরপর তিনি সাংসদ তথা লোকসভার দলনেতা হিসেবে প্রথম শপথ বাক্যটি পাঠ করাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এরপর আদ্যক্ষর অনুযায়ী একে একে শপথ নেবেন বিভিন্ন রাজ্যের সাংসদরা ৷ সেক্ষেত্রে শুরুতেই শপথ নেবেন অসমের সাংসদরা ৷ পশ্চিমবঙ্গের সাংসদদের শপথগ্রহণ রীতি মেনে হবে একেবারে শেষে ৷ যা অনুষ্ঠিত হবে আগামিকাল অর্থাৎ, 25 জুন ৷ আগামী 27 জুন সংসদের উভয়কক্ষে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷
অষ্টাদশ লোকসভায় এনডিএ 293টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ রয়েছে ৷ যার মধ্যে বিজেপির রয়েছে 240টি আসন ৷ যা সংখ্যাগরিষ্ঠতার (272) থেকে কিছু কম ৷ অন্যদিকে, বিরোধী জোট ইন্ডিয়া-এর রয়েছে 234টি আসন রয়েছে ৷ যার মধ্যে কংগ্রেসের আসন সংখ্যা হল 99টি ৷