পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংসদের বিশেষ অধিবেশন শুরু আজ, বিভিন্ন ইস্যুতে উত্তালের সম্ভাবনা; নজর কংগ্রেস-তৃণমূল বোঝাপড়ায় - FIRST SESSION OF 18TH LOK SABHA

Lok Sabha Session: অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু সোমবার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ শপথ গ্রহণ করবেন সাংসদরা ৷ যা চলবে দু'দিন ব্যাপী ৷ এরপর অষ্টাদশ লোকসভার স্পিকার কে হবেন ? তা জানা যাবে 26 জুন ৷

Lok Sabha Session
সংসদের বিশেষ অধিবেশন শুরু আজ (ফাইল ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 8:25 AM IST

নয়াদিল্লি, 24 জুন: অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে সোমবার ৷ যেখানে সাংসদ হিসেবে শপথ নেবেন সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী প্রার্থীরা ৷ সাংসদ হিসেবে শুরুতে বেলা 11 টায় শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুধু তাই নয়, সদ্য গঠিত অষ্টাদশ লোকসভার স্পিকার কে হবেন ? তাও জানা যাবে সংসদের বিশেষ এই অধিবেশনে ৷ অধিবেশন চলবে 3 জুলাই পর্যন্ত ৷

আগামী 26 জুন সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার স্পিকার পদে নির্বাচন ৷ বিগত বেশ কয়েকদিন ধরে এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে জল্পনা তুঙ্গে ৷ এই আবহে প্রোটেম স্পিকার হিসেবে সোমবার অধিবেশন শুরু করবেন জল্পনার কেন্দ্র বিন্দুতে থাকা বিজেপি নেতা এবং সাতবারের সদস্য ভর্তৃহরি মহতাব ৷ তবে তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে শপথবাক্য পাঠ করবেন বিজেপির এই আইন প্রনেতা ৷ এরপর তিনি সাংসদ তথা লোকসভার দলনেতা হিসেবে প্রথম শপথ বাক্যটি পাঠ করাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এরপর আদ্যক্ষর অনুযায়ী একে একে শপথ নেবেন বিভিন্ন রাজ্যের সাংসদরা ৷ সেক্ষেত্রে শুরুতেই শপথ নেবেন অসমের সাংসদরা ৷ পশ্চিমবঙ্গের সাংসদদের শপথগ্রহণ রীতি মেনে হবে একেবারে শেষে ৷ যা অনুষ্ঠিত হবে আগামিকাল অর্থাৎ, 25 জুন ৷ আগামী 27 জুন সংসদের উভয়কক্ষে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷

অষ্টাদশ লোকসভায় এনডিএ 293টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ রয়েছে ৷ যার মধ্যে বিজেপির রয়েছে 240টি আসন ৷ যা সংখ্যাগরিষ্ঠতার (272) থেকে কিছু কম ৷ অন্যদিকে, বিরোধী জোট ইন্ডিয়া-এর রয়েছে 234টি আসন রয়েছে ৷ যার মধ্যে কংগ্রেসের আসন সংখ্যা হল 99টি ৷

উল্লেখ্য, লোকসভার স্পিকার হিসেবে এনডিএ সরকারের পছন্দের প্রার্থী হলেন ভর্তৃহরি মহতাব ৷ যদিও সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ বিরোধী শিবির ৷ তাঁদের পছন্দের প্রার্থী হলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা কে সুরেশ ৷ ফলে এই বিষয়ে শাসক-বিরোধী বিতর্ক অধিবেশনে প্রভাব ফেলতে পারে, তা স্পষ্ট ৷ অন্যদিকে, এই অধিবেশনে নিট-নেট বিতর্ক নিয়েও শাসক শিবিরকে কোণঠাসা করতে পারে বিরোধী শিবির বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহলের একাংশ ৷

তবে সবকিছুর পরেও সোমবার থেকে শুরু হতে চলা লোকসভা অধিবেশনে উল্লেখযোগ্যভাবে নজর থাকবে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে বোঝাপড়ায় ৷ বিরোধী ইন্ডিয়া জোটের অন্যতম দুই চালিকাশক্তির মধ্যে যে বোঝাপড়া স্বাভাবিকভাবেই চিন্তায় রেখেছে বিজেপি'কে ৷ এমনিতেই সংসদে বিজেপি এবার অনেকটাই শরিক নির্ভর ৷ তার উপর লোকসভা নির্বাচন পরবর্তী পর্বে শেয়ার বাজার কেলেঙ্কারি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, নিটে প্রশ্নফাঁস ইস্যুতে আরও কোণঠাসা গেরুয়া শিবির ৷

তার উপর গত বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পি চিদম্বরমের বৈঠক সংসদের বিশেষ অধিবেশেনে কংগ্রেস-তৃণমূলের হাত ধরে চলার বার্তাকে আরও জোরালো করেছে ৷ গতবার দু'দলের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে সকল মতানৈক্য তৈরি হয়েছিল, সেসব দূর করে এই দুই দলের কাছাকাছি আসা সংসদে বিরোধী কণ্ঠকেই জোরালো করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ABOUT THE AUTHOR

...view details