পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্বাচনে নতুন, লড়াইয়ের ময়াদানে পোড় খাওয়া; ওয়েনাড়কে খোলা চিঠি প্রিয়াঙ্কার - PRIYANKA GANDHI VADRA

ওয়েনাড় থেকে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ এই কেন্দ্রের বাসিন্দাদের উদ্দেশে আবেগঘন চিঠি লিখলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ৷

Priyanka Gandhi Vadra
ওয়নাড় লোকসভা কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (ছবি সৌজন্য: প্রিয়াঙ্কা গান্ধির এক্স হ্যান্ডেল)

By PTI

Published : Oct 26, 2024, 6:50 PM IST

Updated : Oct 26, 2024, 7:45 PM IST

নয়াদিল্লি, 26 অক্টোবর: দাদা রাহুলের ছেড়ে দেওয়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন বোন প্রিয়াঙ্কা গান্ধি ৷ শনিবার কেরলের ওয়েনাড়ের বাসিন্দাদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন কংগ্রেস প্রার্থী ৷ কেরলে কংগ্রেসের এই শক্তিশালী ঘাঁটিতে চলতি বছরের জুলাই মাসে ভয়াবহ ভূমি ধসের ঘটনা ঘটে ৷ কার্যত ধ্বংসস্তূপের পরিণত হয়ে গোটা এলাকা ৷ এমনই পরিস্থিতিতে চিঠি লিখলেন প্রিয়াঙ্কা ৷

13 নভেম্বর ওয়েনাড় লোকসভা কেন্দ্রে উপনির্বাচন ৷ তার আগে প্রিয়াঙ্কা ওই চিঠিতে প্রতিশ্রুতি দিয়েছেন, নিজের কাজ দিয়ে এলাকাবাসীর সঙ্গে সম্পর্ককে আরও গভীর করে তুলবেন ৷ ওয়েনাড়ের বাসিন্দাদের জন্য যা যা করা সম্ভব সব করবেন ৷ ওয়েনাড়বাসীকে প্রিয়াঙ্কা তাঁর জীবনের পথপ্রদর্শক এবং শিক্ষক বলে উল্লেখ করেছেন ৷

প্রিয়াঙ্কা লেখেন, "জনপ্রতিনিধি হিসেবে আমার এই প্রথম যাত্রাপথে আপনারা আমার পথপ্রদর্শক এবং শিক্ষক ৷ কিন্তু আমি এই প্রথম জনগণের জন্য লড়াই করছি, তা নয় ৷ আমার জীবনের কেন্দ্রে রয়েছে গণতন্ত্র, সুবিচার এবং সাংবিধানিক মূল্যবোধ ৷ আপনারা যদি আমার সাংসদ হিসাবে নির্বাচন করেন তাহলে আপনাদের সমর্থন নিয়ে এই যুদ্ধটা এগিয়ে নিয়ে যাব ৷"

ওয়েনাড়বাসীকে তিনি ভাই ও বোন বলে সম্বোধন করে লেখেন, "ওয়েনাড়ারের প্রিয় ভাই-বোনেরা, কয়েক মাস আগে আমি দাদার সঙ্গে চুরামালা এবং মুন্ডাক্কাইতে গিয়েছিলাম ৷ ভূমিধসের কারণে যে ভয়ঙ্কর বিপর্যয় সেখানে হয়েছে, তা দেখেছি ৷ সব হারানো শিশুদের সঙ্গে দেখা করেছি, সন্তানহারা মা এবং পরিবারগুলির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে ৷" তিনি চিঠিতে ওয়েনাড়বাসীর অসীম সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন ৷

বাড়ি ফেরার পথে প্রিয়াঙ্কার মনে হয়েছে ওয়েনাড় লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করাটা সম্মানের ৷ প্রিয়াঙ্কা লেখেন, "আমার জন্য এটা সম্মানের। কারণ আপনাদের জীবনকে কাছ থেকে জানতে পারব। যে চ্যালেঞ্জের মুখোমুখি আপনাদের হতে হয় সেটা জানতে পারব।"

Last Updated : Oct 26, 2024, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details