দিল্লি, 16 ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আট দিন পেরিয়ে গিয়েছে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও ঠিক করে উঠতে পারেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ সূত্রের খবর, আগামিকাল, সোমবার বিজেপি বিধায়কদের বৈঠক হবে ৷ এদিকে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, 18 ফেব্রুয়ারি রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে ৷
জানা গিয়েছে, সোমবার বেলা 3টে নাগাদ বিজেপি বিধায়কদের নিয়ে এই বৈঠক হতে পারে ৷ সেখানে দিল্লি বিধানসভার বিজেপির সব জয়ী বিধায়করাই উপস্থিত থাকবেন ৷ এছাড়া দিল্লির সাতটি লোকসভার সব সাংসদরাও হাজির থাকবেন ৷ এখানে বিজেপি বিধায়কদের দলনেতা অর্থাৎ রাজধানীর মুখ্যমন্ত্রীর নাম বাছাই হবে ৷ নাম চূড়ান্ত হলে আগামিকালই দিল্লির উপ-রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি পেশ করবেন বিজেপির বিধায়করা ৷ তার আগে আজ রাতে আগামিকালের বৈঠকের পর্যবেক্ষক হিসেবে কারা থাকবেন সেই নাম ঘোষণা হতে পারে ৷
Delhi CM's swearing-in ceremony may take place at the Ramlila ground on February 18: Sources
— ANI (@ANI) February 16, 2025
চলতি মাসের 5 তারিখ দিল্লিতে বিধানসভা নির্বাচন হয় ৷ 8 ফেব্রুয়ারি ফলাফল ঘোষণায় জানা যায় বিজেপি 48টি আসনে জয়ী হয়েছে ৷ অন্যদিকে আম আদমি পার্টির আসন কমে দাঁড়িয়েছে 22টি ৷ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের মতো আপ-এর প্রথম সারির নেতারা পরাজিত হয়েছেন ৷ এরই মধ্যে কেজিরওয়ালের মান রেখেছেন কালকাজি আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী ৷
আপ প্রধান কেজরিওয়াল নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন ৷ এই কেন্দ্র তিন হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে বিজেপির পরবেশ বর্মার কাছে পরাজিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷ পরবেশের বাবা ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মা। বিজেপির প্রাপ্ত ভোট 30 হাজার 88, যা মোট ভোটের 48.82 শতাংশ ৷ 4 হাজার 89টি ভোটে হেরে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 42.18 শতাংশ ৷ এদিকে এই কেন্দ্র থেকেই কংগ্রেস প্রার্থী হয়েছিলেন দিল্লির আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রীর শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত ৷ তাঁর সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের হারের ব্যবধান 25 হাজার 520 ৷ কংগ্রেস প্রার্থী পেয়েছেন মাত্র 4 হাজার 568টি ভোট, যা মোট ভোটের 7.41 শতাংশ ৷