পটনা, 16 ফেব্রুয়ারি: রাজধানীর রেলস্টেশনে কুম্ভ যাওয়ার ট্রেন ধরতে গিয়ে ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব ৷ এরই সঙ্গে মহাকুম্ভকে 'ফালতু' বলে বিতর্কে জড়ালেন বিহারের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷
শনিবার রাতে দিল্লির রেলস্টেশনে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু হয় ৷ এই ঘটনায় বিজেপি সরকারের তীব্র নিন্দা করেছেন বিরোধী নেতা-নেত্রীরা ৷ লালু প্রসাদ যাদবও তোপ দাগেন ৷ তিনি বলেন, "পদপিষ্ট হওয়ার ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক ৷ কেন্দ্রীয় সরকার এই আয়োজনে যে খামতি রেখেছে, তা সামনে চলে এসেছে ৷ রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত ৷ রেল সম্পূর্ণরূপে ব্যর্থ ৷"
13 জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হয়েছে ৷ দেশের ভিতরে তো বটেই, বিদেশ থেকেও বিপুল সংখ্যক মানুষ কুম্ভমেলায় ভিড় করছেন ৷ কোটি কোটি মানুষের জমায়েতের এই মেলায় ঘটছে একের পর এক বিপর্যয় ৷ অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে । মৌনী অমাবস্যায় স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যুও হয়েছে ৷ এই বিপর্যয়ের মধ্যেও মানুষ প্রয়াগরাজে মহাকুম্ভে যাচ্ছে ত্রিবেণী সঙ্গমে পুণ্য ডুব দিতে ৷
এই বিষয়ে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে জিজ্ঞাসা করা হয় ৷ এত দুর্ঘটনা সত্ত্বেও কেন প্রয়াগরাজে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে ? এই প্রসঙ্গে বিহারের প্রবীণ নেতার প্রতিক্রিয়া, "কুম্ভ ফালতু... একেবারে অর্থহীন ৷" তাঁর এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে ৷ লালুর মন্তব্যকে হাতিয়ার করে বিহারের বিজেপি মুখপাত্র মনোজ শর্মা রাষ্ট্রীয় জনতাদল (আরজেডি)-এর হিন্দু ধর্মের প্রতি ভাবনাচিন্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন ৷
লালু প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, "তিনি তোষণের রাজনীতির জন্য এই ধরনের মন্তব্য করছেন ৷ আরজেডি নেতারা সবসময় হিন্দু ভাবাবেগকে অপমান করেন ৷ লালু প্রসাদ মহাকুম্ভকে ফালতু বলায় তাঁর দলের হিন্দু ধর্মের প্রতি মানসিকতা প্রকাশ পেয়েছে ৷"