অমৃতসর, 16 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পরই দ্বিতীয় দফায় আমেরিকায় অবৈধ অভিবাসী ভারতীয়দের ফেরত পাঠাল ট্রাম্প সরকার ৷ অমৃতসর বিমানবন্দরে এসে পৌঁছেছে মার্কিন বিমান। এই বিমানে 119 জন ভারতীয় ছিলেন । এর মধ্যে 67 জন পঞ্জাবের এবং বাকিরা অন্যান্য রাজ্যের বাসিন্দা ।
শনিবার রাতে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ছিলেন পঞ্জাবের 67 জন, হরিয়ানার 33 জন, গুজরাতের 8 জন, উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের 2 জন করে এবং হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীরের 1 জন করে বাসিন্দা । জানা গিয়েছে, বেশিরভাগের বয়স 18 থেকে 30 বছর ।
পুলিশের গাড়িতে করে বাড়ি পাঠানো হয়েছে
মহিলা ও শিশু ছাড়া প্রত্যেককে হাতকড়া পরিয়ে শনিবার রাত 11.30 মিনিটে অমৃতসর বিমানবন্দরে নামে মার্কিন বিমান বাহিনীর গ্লোবমাস্টার বিমান । পরিবারের সদস্যরা সেখানেই ছিলেন । প্রায় 5 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রত্যেককে পুলিশের গাড়িতে করে বাড়িতে পাঠানো হয় ।
আজও মার্কিন বিমান আসবে
রবিবার রাত 10টা নাগাদ তৃতীয় দফায় ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে হোয়াইট হাউজ ৷ মোট 157 জন ভারতীয় নামবেন এবার। পঞ্জাবের 54 জন, হরিয়ানার 60 জন, গুজরাতের 34 জন, উত্তরপ্রদেশের 3 জন এবং মহারাষ্ট্র, রাজস্থান , উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর ও হিমাচল থেকে 1 জন করে বাসিন্দা এদিন নামবেন।
প্রথম বিমানটি 5 ফেব্রুয়ারি এসেছিল
5 ফেব্রুয়ারি আমেরিকার গ্লোবমাস্টার বিমানে দেশে এসেছিলেন 104 জন ভারতীয় ৷ এর মধ্যে পঞ্জাবের 30 জন এবং হরিয়ানা ও গুজরাতের 33 জন করে ছিলেন । হাতকড়া এবং পায়ে শিকল বেঁধে তাঁদের আনা হয়েছিল ।
ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
আমেরিকা থেকে আসা বিমানগুলির অমৃতসর বিমানবন্দরে অবতরণ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান । তিনি বলেন, ‘‘ এটা আমাদের অপমান করার ষড়যন্ত্র ৷ রাজ্য সরকার যখন এখান থেকে আন্তর্জাতিক বিমান শুরু করার দাবি করে, তখন অনেক অযৌক্তিক কারণ দেখিয়ে প্রত্যাখ্যান করা হয় । এখন এখানে আন্তর্জাতিক বিমান কেন অবতরণ করছে ? কেন্দ্রের বিজেপি সরকার আমাদের মোটেও পছন্দ করে না ৷ এই কারণেই এখন পবিত্র শহর অমৃতসরকে অনুপ্রবেশকারীদের কেন্দ্র করা হচ্ছে । 2027 সালে কোন মুখ নিয়ে তোমরা (বিজেপি) এই বাড়িতে বাড়িতে ভোট চাইতে যাবে ! ’’