ETV Bharat / bharat

হাতে হাতকড়া! দ্বিতীয় দফায় আমেরিকা থেকে ফিরলেন 119 জন অবৈধ অভিবাসী - INDIANS DEPORTED BY US

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে ট্রাম্প প্রশাসন ৷ এবার দ্বিতীয় দফায় আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করা 119 জন ভারতীয়কে ফেরত পাঠাল মার্কিন প্রশাসন।

US plane carrying 119 Indians deported by US arrives at Amritsar airport
দ্বিতীয় দফায় ফিরলেন 119 জন অনুপ্রবেশকারী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2025, 8:28 PM IST

অমৃতসর, 16 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পরই দ্বিতীয় দফায় আমেরিকায় অবৈধ অভিবাসী ভারতীয়দের ফেরত পাঠাল ট্রাম্প সরকার ৷ অমৃতসর বিমানবন্দরে এসে পৌঁছেছে মার্কিন বিমান। এই বিমানে 119 জন ভারতীয় ছিলেন । এর মধ্যে 67 জন পঞ্জাবের এবং বাকিরা অন্যান্য রাজ্যের বাসিন্দা ।

শনিবার রাতে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ছিলেন পঞ্জাবের 67 জন, হরিয়ানার 33 জন, গুজরাতের 8 জন, উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের 2 জন করে এবং হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীরের 1 জন করে বাসিন্দা । জানা গিয়েছে, বেশিরভাগের বয়স 18 থেকে 30 বছর ।

পুলিশের গাড়িতে করে বাড়ি পাঠানো হয়েছে

মহিলা ও শিশু ছাড়া প্রত্যেককে হাতকড়া পরিয়ে শনিবার রাত 11.30 মিনিটে অমৃতসর বিমানবন্দরে নামে মার্কিন বিমান বাহিনীর গ্লোবমাস্টার বিমান । পরিবারের সদস্যরা সেখানেই ছিলেন । প্রায় 5 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রত্যেককে পুলিশের গাড়িতে করে বাড়িতে পাঠানো হয় ।

আজও মার্কিন বিমান আসবে

রবিবার রাত 10টা নাগাদ তৃতীয় দফায় ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে হোয়াইট হাউজ ৷ মোট 157 জন ভারতীয় নামবেন এবার। পঞ্জাবের 54 জন, হরিয়ানার 60 জন, গুজরাতের 34 জন, উত্তরপ্রদেশের 3 জন এবং মহারাষ্ট্র, রাজস্থান , উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর ও হিমাচল থেকে 1 জন করে বাসিন্দা এদিন নামবেন।

প্রথম বিমানটি 5 ফেব্রুয়ারি এসেছিল

5 ফেব্রুয়ারি আমেরিকার গ্লোবমাস্টার বিমানে দেশে এসেছিলেন 104 জন ভারতীয় ৷ এর মধ্যে পঞ্জাবের 30 জন এবং হরিয়ানা ও গুজরাতের 33 জন করে ছিলেন । হাতকড়া এবং পায়ে শিকল বেঁধে তাঁদের আনা হয়েছিল ।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

আমেরিকা থেকে আসা বিমানগুলির অমৃতসর বিমানবন্দরে অবতরণ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান । তিনি বলেন, ‘‘ এটা আমাদের অপমান করার ষড়যন্ত্র ৷ রাজ্য সরকার যখন এখান থেকে আন্তর্জাতিক বিমান শুরু করার দাবি করে, তখন অনেক অযৌক্তিক কারণ দেখিয়ে প্রত্যাখ্যান করা হয় । এখন এখানে আন্তর্জাতিক বিমান কেন অবতরণ করছে ? কেন্দ্রের বিজেপি সরকার আমাদের মোটেও পছন্দ করে না ৷ এই কারণেই এখন পবিত্র শহর অমৃতসরকে অনুপ্রবেশকারীদের কেন্দ্র করা হচ্ছে । 2027 সালে কোন মুখ নিয়ে তোমরা (বিজেপি) এই বাড়িতে বাড়িতে ভোট চাইতে যাবে ! ’’

অমৃতসর, 16 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের পরই দ্বিতীয় দফায় আমেরিকায় অবৈধ অভিবাসী ভারতীয়দের ফেরত পাঠাল ট্রাম্প সরকার ৷ অমৃতসর বিমানবন্দরে এসে পৌঁছেছে মার্কিন বিমান। এই বিমানে 119 জন ভারতীয় ছিলেন । এর মধ্যে 67 জন পঞ্জাবের এবং বাকিরা অন্যান্য রাজ্যের বাসিন্দা ।

শনিবার রাতে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ছিলেন পঞ্জাবের 67 জন, হরিয়ানার 33 জন, গুজরাতের 8 জন, উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের 2 জন করে এবং হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীরের 1 জন করে বাসিন্দা । জানা গিয়েছে, বেশিরভাগের বয়স 18 থেকে 30 বছর ।

পুলিশের গাড়িতে করে বাড়ি পাঠানো হয়েছে

মহিলা ও শিশু ছাড়া প্রত্যেককে হাতকড়া পরিয়ে শনিবার রাত 11.30 মিনিটে অমৃতসর বিমানবন্দরে নামে মার্কিন বিমান বাহিনীর গ্লোবমাস্টার বিমান । পরিবারের সদস্যরা সেখানেই ছিলেন । প্রায় 5 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রত্যেককে পুলিশের গাড়িতে করে বাড়িতে পাঠানো হয় ।

আজও মার্কিন বিমান আসবে

রবিবার রাত 10টা নাগাদ তৃতীয় দফায় ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে হোয়াইট হাউজ ৷ মোট 157 জন ভারতীয় নামবেন এবার। পঞ্জাবের 54 জন, হরিয়ানার 60 জন, গুজরাতের 34 জন, উত্তরপ্রদেশের 3 জন এবং মহারাষ্ট্র, রাজস্থান , উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর ও হিমাচল থেকে 1 জন করে বাসিন্দা এদিন নামবেন।

প্রথম বিমানটি 5 ফেব্রুয়ারি এসেছিল

5 ফেব্রুয়ারি আমেরিকার গ্লোবমাস্টার বিমানে দেশে এসেছিলেন 104 জন ভারতীয় ৷ এর মধ্যে পঞ্জাবের 30 জন এবং হরিয়ানা ও গুজরাতের 33 জন করে ছিলেন । হাতকড়া এবং পায়ে শিকল বেঁধে তাঁদের আনা হয়েছিল ।

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

আমেরিকা থেকে আসা বিমানগুলির অমৃতসর বিমানবন্দরে অবতরণ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান । তিনি বলেন, ‘‘ এটা আমাদের অপমান করার ষড়যন্ত্র ৷ রাজ্য সরকার যখন এখান থেকে আন্তর্জাতিক বিমান শুরু করার দাবি করে, তখন অনেক অযৌক্তিক কারণ দেখিয়ে প্রত্যাখ্যান করা হয় । এখন এখানে আন্তর্জাতিক বিমান কেন অবতরণ করছে ? কেন্দ্রের বিজেপি সরকার আমাদের মোটেও পছন্দ করে না ৷ এই কারণেই এখন পবিত্র শহর অমৃতসরকে অনুপ্রবেশকারীদের কেন্দ্র করা হচ্ছে । 2027 সালে কোন মুখ নিয়ে তোমরা (বিজেপি) এই বাড়িতে বাড়িতে ভোট চাইতে যাবে ! ’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.