পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্বাধীন ভারতের প্রথম তেরঙা তৈরি করেছিলেন নত্থে সিং, আজও বহমান সেই ঐতিহ্য

Republic Day 2024: দেশজুড়ে উড়ছে তেরঙা ৷ এদিকে স্বাধীনতা পরবর্তী দেশের প্রথম তেরঙা এখন ইতিহাস ৷ উত্তরপ্রদেশের মিরাটে তৈরি হয়েছিল সেই প্রথম তেরঙা ৷ সেই খোঁজ নিল ইটিভি ভারত ৷

ETV Bharat
উত্তরপ্রদেশের মিরাটে তৈরি হয়েছিল প্রথম তেরঙা

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 4:01 PM IST

মিরাট, 26 জানুয়ারি: আজ দেশজুড়ে 75তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে ৷ দেশের প্রতিটি কোনায় তেরঙা পতাকা উড়ছে ৷ স্বাধীন ভারতের প্রথম পতাকা তৈরি হয়েছিল উত্তরপ্রদেশের মিরাটে ৷ সেই সুযোগ পেয়েছিলেন নত্থে সিং ৷ স্থানীয় শ্রী খাদি গান্ধি আশ্রম তাঁকে তেরঙা তৈরির অর্ডার দিয়েছিল ৷ নত্থে সিংয়ের তৈরি তেরঙা লালকেল্লায় উত্তোলন করা হয়েছিল ৷ এরপর সারা জীবন ধরে শুধু তেরঙা পতাকাই তৈরি করে গিয়েছেন নত্থে সিং ৷ তাঁর তৈরি খাদির পতাকা সারা দেশে ছড়িয়ে পড়ে ৷

তাঁর পর এই তেরঙা তৈরির ঐতিহ্য বজায় রেখেছেন তাঁর ছেলে ৷ আজও নত্থে সিংয়ের ছেলে তেরঙা পতাকা তৈরি করেই দিন গুজরান করেন ৷ নত্থে সিংয়ের ছেলে রমেশ জানালেন, 4 বছর আগে তাঁর বাবার মৃত্যু হয়েছে ৷ তেরঙা তৈরি প্রসঙ্গে তিনি বলেন, "দেশ স্বাধীন হওয়ার পর সংসদ ভবনে একটি বৈঠক হয় ৷ এরপর দিল্লি থেকে একটি প্রতিনিধি দল মিরাটের গান্ধি আশ্রমে আসে ৷ তাঁরা আমার বাবার সঙ্গে যোগাযোগ করে তেরঙা তৈরির অর্ডার দেয় ৷"

রমেশ আরও জানালেন, তাঁর বাবা এবং তাঁর জেঠুরাও গান্ধি আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন ৷ তখন স্বাধীন ভারতের প্রথম পতাকা তৈরির দায়িত্ব নত্থে সিংকে দেওয়া হয় ৷ সেই সময় তাঁদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না ৷ তাই লণ্ঠন থাকলেও তাতে তেল থাকত না ৷ তারপর প্রতিবেশীরা তাঁদের তেল দিলে সেই তেল ভরে লণ্ঠনের আলোয় তেরঙা সেলাই করতেন নত্থে সিং ৷

তারপর থেকে মিরাটে খাদির তেরঙা তৈরি হয়ে আসছে ৷ রমেশ জানান, বাবার পর তিনি এই তেরঙা তৈরির কাজ করে চলেছেন ৷ তবে তাঁর আক্ষেপ, এতে যা আয় হয়, তাতে তাঁর কোনওরকমে সংসার চলে ৷ সরকার থেকে কোনও সাহায্য় পাননি তিনি ৷ এমন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন জানালেও তিনি সেই প্রকল্পের সুবিধে পাননি ৷

নত্থে সিংয়ের ছেলে রমেশ সারাদিন ধরে এই কাজই করে চলেছেন ৷ কিন্তু তাঁর আর্থিক পরিস্থিতি খুবই খারাপ ৷ দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে দিন আনা দিন খাওয়ার সংসার ৷ শুধু তাই নয়, রমেশের হৃদপিণ্ডের সমস্যাও রয়েছে ৷ তাঁর স্ত্রীও অসুস্থ ৷ তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাঁর আবেদন, সরকার তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক ৷

আরও পড়ুন:

  1. সাধারতন্ত্র দিবসে মোদির পাগড়িতে রামের ছোঁয়া, কর্তব্যপথে শোনা গেল ‘রাজা রামচন্দ্র কী জয়’
  2. রেড রোডের কুচকাওয়াজ থেকে সম্প্রীতির বার্তা রাজ্য সরকারের
  3. ভারতের প্রথম মহিলা মাহুত পার্বতী সম্মানিত পদ্মশ্রী সম্মানে

ABOUT THE AUTHOR

...view details