গঙ্গাসাগর, 8 জানুয়ারি: সাধারণ মানুষ পুণ্য অর্জনের জন্য যান গঙ্গাসাগরে । মূল মন্দিরের পাশে সারি সারি দিয়ে থাকে নাগা সাধুদের ঘর । সাধারণত সংসার ত্যাগ করে কঠিন কৃচ্ছ্বসাধনই এঁদের কাজ। সাধারণ জীবনের লোভ ও লিপ্সা কোনওভাবেই যাদের কখনও স্পর্শ করতে পারে না । সেই নাগা সাধুদের ডেরায় বসেই আমলা হওয়ার স্বপ্ন দেখছে বছর ঊনিশের তরুণী ।
বাস্তবে তিনিও একজন সাধিকা। 11 দিন বয়সে বাবা-মা তাঁকে পরিত্যক্ত অবস্থায় ফেলে দিয়েছিল রাস্তার ধারে । সেখান থেকে তুলে নিয়ে নাগা সাধু মহাদেব ভারতী তাকে বড় করে তোলেন । ছোট বয়স থেকেই সাধনা ছিল তাঁর লক্ষ্য । আর ছিল পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন । কিন্তু ছোট্ট মেয়েটির জীবন আরও কঠিন হয়ে ওঠে একটি পথ দুর্ঘটনায় । যার কারণে এক রকম শয্যাশায়ী হয়ে পড়েন তরুণী । মেরুদণ্ডের হাড়ে আঘাতের কারণে সোজা হয়ে বসতেই পারেন না তিনি । বিশেষভাবে সক্ষম হয়েও স্বপ্ন দেখা ছাড়েননি ৷
এমনকী দুর্ঘটনার পর থেকে বাকশক্তিও অনেকটাই হারিয়ে গিয়েছে । কিন্তু এই অবস্থাতেও দুটি কাজ তিনি নিয়মিত করেন । প্রথমত, তাঁর সাধন-ভজন । দ্বিতীয়ত, আইএএস হওয়ার স্বপ্ন নিয়ে কঠোর পড়াশোনা। নাগা সাধু মহাদেব ভারতী গৃহত্যাগী। কোনও সম্পদ বা টাকা পয়সা তাঁর নেই । এগুলি তাঁকে টানেও না । বিভিন্ন সময় ভক্তরা খুশি হয়ে যা দেন সেটাই জীবন যাপনের একমাত্র অবলম্বন । কিন্তু এই অবস্থায় সেই ছোট্ট মেয়েটিকে সুস্থ করে তোলা এবং তার স্বপ্নকে বাঁচিয়ে রাখা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ । আর তাই তিনি চান তরুণীর স্বপ্ন পূরণ হোক ।
বুধবার গঙ্গাসাগরে নাগা সাধুর এক চিলতে ঘরে শয্যাশায়ী হয়ে রাজেশ্বরী জানান, প্রতিকূলতাকে জয় করে ইতিমধ্যেই বিএ পরীক্ষা দিয়েছেন তিনি । কিন্তু এখানেই থেমে যেতে চান না । তাঁর ইচ্ছা যে কোনও মূল্যে আইএএস হওয়া ৷ কাজটা সহজ নয় জেনেও তাঁর আশা এর জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন । এই বিষয়ে নাগা সাধু মহাদেব ভারতী বলছেন, "13 মাস বয়স থেকে রাজেশ্বরী রয়েছে আমার কাছে । ওর জীবনে অনেক প্রতিকূলতা আছে । কিন্তু আমি কপিলমুনির কাছে প্রার্থনা করছি যেন ওর লড়াই সফল হয় । ওর স্বপ্ন যেন পূরণ হয় ।"