নয়াদিল্লি, 26 অক্টোবর:বাঙালিদেরদুর্গাপুজো মিটলেও চলছে উৎসবের মরশুম ৷ প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে ধুমধাম করে পালিত হতে যাচ্ছে দীপাবলি ও ছটপুজো। উৎসবের এই মরশুমে বহু পর্যটক তাঁদের ভ্রমণের পিপাসাটা মিটিয়ে নেন ৷ পাশাপাশি যে পরিযায়ী শ্রমিকরা বাড়ির বাইরে থাকেন তাঁরাও ঘরে ফেরেন ৷ যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল ৷
গতবছর উৎসবের মরশুমে 4 হাজার 429টি স্পেশাল ট্রেন চালিয়েছিল ভারতীয় রেল ৷ এবার 3 হাজারেরও বেশি উৎসব স্পেশাল ট্রেন চালানোর কথা জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ উত্তর রেলের আধিকারিক অশোক কুমার ভার্মা একটি সাংবাদিক সম্মেলন করে শুক্রবার জানিয়েছেন, এবছর উত্তর রেল 26 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত একটানা 13 দিন দিল্লি থেকে 65টি বিশেষ ট্রেন চলবে দিওয়ালি উপলক্ষে। এবার মোট স্পেশাল ট্রেনের সংখ্যা 3 হাজার 144 ৷
এছাড়া অতিরিক্ত টিকিট কাউন্টারও খোলা হয়েছে। যাত্রীদের জন্যে অতিরিক্ত পরিষেবার বন্দোবস্ত রাখা হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে রেলযাত্রীদের। উত্তর রেলের ওই আধিকারিক আরও জানিয়েছেন, 1 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত, ওই 3,144টি বিশেষ ট্রেনের ঘোষণা আগেই হয়েছে, যা ইতিমধ্যেই পরিষেবা দিয়ে চলেছে ৷ তার মধ্যে 85 শতাংশ ট্রেন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং অসমের দিকেই যাতায়াত করছে ৷
উত্তর রেলের আধিকারিক অশোক কুমার ভার্মা (ইটিভি ভারত) উল্লেখ্য, গত কয়েক বছরে ছটপুজো থেকে দিওয়ালির সময় বিভিন্ন দূরপাল্লার ট্রেনে অসম্ভব ভিড় দেখা গিয়েছে। আর সেই চিত্র ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এহেন পরিস্থিতিতে এবার যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হচ্ছে বলেও জানান রেলমন্ত্রী বৈষ্ণব ৷ এর আগে দুর্গাপুজোর সময় শিয়ালদা থেকে বিভিন্ন রুটে অতিরিক্ত স্পেশাল লোকাল ট্রেন চালিয়েছিল পূর্ব রেল।
এছাড়াও আসন্ন পুজো, দীপাবলি এবং ছটপুজোর সময় যাত্রার উল্লেখযোগ্য চাহিদা উপলব্ধি করে, পূর্ব রেল শিয়ালদা, জয়নগর, কলকাতা ও পটনার মধ্যে দু'টি পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ পূর্ব রেল 03187/03188 শিয়ালদা-জয়নগর-শিয়ালদা এবং 13035/03136 কলকাতা-পটনা-কলকাতা পুজো স্পেশাল চলছে।