চণ্ডিগড়, 14 ফেব্রুয়ারি: পঞ্জাব ও হরিয়ানার শম্ভু সীমান্ত এলাকায় অবস্থানরত কৃষকদের উপর টিয়ার গ্যাসের সেল ফাটাল পুলিশ ৷ বুধবার আন্দোলনকারী কৃষকদের 'দিল্লি চলো' অভিযানের দ্বিতীয় দিনে হাজার হাজার বিক্ষোভকারী এই সীমান্তে অবস্থান করেছিলেন ৷ সেই সময় হরিয়ানা পুলিশ কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ফাটায় বলে জানা গিয়েছে ৷ হরিয়ানার জিন্দ জেলার ডাতা সিংওয়ালা-খানৌরি সীমানাতেও একই রকমের অচলাবস্থা চলছে ৷ সেখানে কৃষকদের তাঁদের ট্রাক্টর ও ট্রলি নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা আটকাতে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ প্রশাসন ৷
দিল্লি চলো' অভিযানে অংশ নিতে পঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে কৃষকরা শম্ভু সীমানায় এখনও নিয়মিত আসছেন ৷ পাঞ্জাবের পাশে জাতীয় সড়কের ধারে প্রচুর সংখ্যক ট্রাক্টর-ট্রলি দাঁড় করিয়ে রেখেছেন কৃষকরা ৷ প্রতিবাদী কৃষকরা, ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) আইনি নিশ্চয়তার দাবি তুলেছেন ৷ জানা গিয়েছে, কৃষকরা হরিয়ানা সীমান্তে একাধিক স্তরে দেওয়া ব্যারিকেডগুলিকে ভেঙে এগোনোর চেষ্টা করেছিলেন ৷ সেই সময় পুলিশ তাঁদের সরাতে কাদানে গ্যাসের সেল ফাটায় ৷ তবে, তারপর থেকে আর কোনও প্রচেষ্টা কৃষকদের তরফে হয়নি ৷