নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: বেশ কয়েকটি জায়গায় কৃষকদের রেল রোকো বা রেল অবরোধের জন্য অন্তত সাতটি ট্রেন বাতিল করা হয়েছে ও পঞ্জাব-হরিয়ানা রুটে প্রায় 20টি ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে ৷ বৃহস্পতিবার রেলওয়ের একজন সিনিয়র আধিকারিক একথা জানিয়েছেন ৷ কৃষকরা জানিয়েছেন, শম্ভু ও খানউরী সীমানায় তাদের আন্দোলনের সময় নিরাপত্তা কর্মীদের টিয়ার গ্যাসের শেল ও জলকামান ব্যবহারের বিরুদ্ধে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় ।
উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা দীপক কুমার ইটিভি ভারতকে বলেন, "প্রায় 20টি ট্রেন পরিষেবা প্রভাবিত হয়েছে এবং আম্বালা বিভাগে কৃষকদের বিক্ষোভের কারণে সাতটি ট্রেন বাতিল করা হয়েছে ।" ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার বিষয় তথ্য দেওয়ার সময় তিনি আরও জানান যে অন্তত 12টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে এবং তিনটি ট্রেনের রুট পুনঃনির্ধারণ করা হয়েছে । 13টি ট্রেন কিছুটা দূর যাওয়ার পর বাতিল করা হয় ৷
এদিকে এ দিনের রেল অবরোধের জেরে বহু মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয় ৷ ট্রেনে ও বিভিন্ন স্টেশনে যাত্রীরা আটকে পড়েন ৷ কেউ গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা করতে বাধ্য হন ৷