পটনা, 17 নভেম্বর: চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে ৷ মৃতদেহ নিতে এসে বিক্ষোভে ফেটে পড়লেন আত্মীয়-পরিজনরা ৷ মৃত্যু নিয়ে নয়, রোগীর মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি নিয়েই বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ তাঁদের অভিযোগ, রোগীর দেহ থেকে তাঁর বাঁ-চোখ গায়েব হয়ে গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বিহারের নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৷ হাসপাতাল কর্তৃপক্ষও প্রশাসনও মৃত্যুর পর চোখ উধাও হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷
বিছানায় ধারালো ব্লেড উদ্ধার:মৃত ব্যক্তি নালন্দার চিকসাউড়া থানার হুরারি গ্রামের বাসিন্দা ৷ বছর 25-এর ওই ব্যক্তির নাম ফান্টুস । পরিবার সূত্রে খবর, কোনও অজ্ঞাত কারণে দুষ্কৃতীরা তাঁকে গুলি করে । তাঁকে চিকিৎসার জন্য নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । 36 ঘণ্টা চিকিৎসা চলার পর তাঁর মৃত্যু হয় । পরিবারের লোকজন দেহ নিতে এসে দেখেন তাঁর একটি চোখ নেই ৷ বিছানায় রাখা রয়েছে ধারালো ব্লেড ।