কলকাতা, 1 জুন: পরীক্ষা শেষ ৷ এবার অপেক্ষা রেজাল্টের ৷ আগামী মঙ্গলবার সকাল 8টা থেকে সেই রেজাল্ট বের হতে শুরু করবে ৷ তার আগে শনিবাসরীয় সন্ধ্যায় বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল সামনে এল ৷ সেই সমীক্ষায় অধিকাংশ সংস্থাই অনুমান করেছে যে আরও একবার কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারই তৈরি হতে চলেছে ৷ বিজেপি বিরোধীদের মনে আশা জাগিয়ে ‘ইন্ডিয়া’ তৈরি হলেও ভোটের ময়দানে তারা খুব একটা ছাপতে ফেলতে পারবে না বলেই এক্সিট পোলে অনুমান করা হয়েছে ৷
এবার দেখে নেওয়া যাক, কোন সংস্থার বুথ ফেরত সমীক্ষা কী বলছে -
- ইন্ডিয়া টুডে-অ্য়াক্সিস মাই ইন্ডিয়া: এনডিএ - 361-401, ইন্ডিয়া - 131-166, অন্যান্য - 08-20
- নিউজ24-টুডে’জ চাণক্য়: এনডিএ - 385-415, ইন্ডিয়া - 96-118, অন্যান্য - 27-45
- রিপাবলিক-টিভি পিএমএআরকিউ: এনডিএ - 359, ইন্ডিয়া - 154, অন্যান্য - 30
- রিপাবলিক-পিএমএআরকিউ-মার্টিজ: এনডিএ - 353-368, ইন্ডিয়া - 118-133, অন্যান্য - 43-48
- এবিপি-সি ভোটার: এনডিএ - 353-383, ইন্ডিয়া - 152-182, অন্যান্য - 04-12
- জন কি বাত: এনডিএ - 366-392, ইন্ডিয়া - 141-161, অন্যান্য - 10-20
- লোক পোল: এনডিএ - 325-335, ইন্ডিয়া - 155-165, অন্যান্য - 48-55
- পোলস্ট্র্যাট: এনডিএ - 346, ইন্ডিয়া - 162, অন্যান্য - 35
- সিএনএক্স: এনডিএ - 371-401, ইন্ডিয়া - 109-139, অন্যান্য - 28-38
এখন দেখার এই এক্সিট পোলের মধ্যে কতটা সত্যি হয় ৷ কারণ, অতীতে বহুবার এমন উদাহরণ পাওয়া গিয়েছে যেখানে এক্সিট পোলের সঙ্গে ভোটের চূড়ান্ত ফলের আকাশপাতাল তফাত ছিল ৷ তাই এই পূর্বাভাসে যারা এগিয়ে, তারা জয়ের বিষয়ে আরও আশাবাদী হলেও অপেক্ষা করতেই হবে মঙ্গলবার পর্যন্ত ৷
আরও পড়ুন:
2019 সালে 19 মে শেষ দফার নির্বাচন হয়েছিল ৷ ফল প্রকাশিত হয়েছিল 23 মে ৷ 19 মে যে এক্সিট পোল দেওয়া হয়েছিল, 23 মে ফল প্রকাশের পর দেখা যায় যে এক্সিস মাই ইন্ডিয়া ও টুডেজ চাণক্য ছাড়া আর কেউ সেভাবে ফলাফল মেলাতে পারেনি ৷ কারণ, চূড়ান্ত ফলাফলে এনডিএ 353টি আসনে জিতেছিল ৷ আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জিতেছিল 91টি আসনে ৷ সিএসডিএস ও সি-ভোটারের অনুমান চূড়ান্ত ফলাফলের কাছাকাছি পৌঁছাতেই পারেনি ৷