পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহারে এনডিএ সরকারের প্রথম পরীক্ষা, রাজ্যসভার 6টি আসনে নির্বাচনের দিন ঘোষণা কমিশনের - রাজ্যসভা নির্বাচন

Rajya Sabha Election: বিহারে এনডিও সরকারের গঠনের একদিন পরেই রাজ্যসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ রাজ্যে ছয়টি আসনে 27 ফেব্রুয়ারি হবে নির্বাচন ৷ ওইদিনই ফল ঘোষণা ৷ সারাদেশে মোট 56টি আসনে নির্বাচন ৷

Rajya Sabha Election
রাজ্যসভা ভোট

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 7:31 PM IST

পটনা, 29 জানুয়ারি: বিহারে এনডিএ সরকার গঠনের পরে প্রথম পরীক্ষা রাজ্যসভা নির্বাচন । রাজ্যের 6টি রাজ্যসভা আসনে নির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন । লোকসভার আগেই সারা দেশে রাজ্যসভার 56টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে । তার মধ্যে রয়েছে বিহারের এই 6টি আসন ৷ মহাজোট ছেড়ে এনডিএর হাত ধরেছেন নীতীশ কুমার ৷ নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে রবিবার শপথ নিয়েছেন তিনি ৷ দলবদলের পর এটাই তাঁর সরকারের প্রথম ভোট হতে চলেছে ৷

রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা

বিহারে রাজ্যসভার 6 সাংসদের মেয়াদ এপ্রিল মাসে শেষ হচ্ছে । নির্বাচন কমিশনের তরফে রাজ্যসভা ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে 8 ফেব্রুয়ারি । 15 ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন । নাম প্রত্যাহারের শেষ তারিখ 20 ফেব্রুয়ারি । নির্বাচন হবে 27 ফেব্রুয়ারি এবং ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে ওইদিনই । 27 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে ।

আরজেডি'র মনোজ ঝা এবং আশফাক করিমের নাম বিহারের 6 রাজ্যসভা সাংসদের মধ্যে রয়েছে ৷ তাঁদের মেয়াদ এপ্রিলে শেষ হচ্ছে । জেডিইউ'র অনিল প্রসাদ হেগড়ে এবং বশিষ্ঠ নারায়ণ সিং, বিজেপির সুশীল মোদি এবং কংগ্রেসের অখিলেশ প্রসাদ সিংয়ের মেয়াদও একই সঙ্গে শেষ হচ্ছে ৷ মোট 15টি রাজ্যে নির্বাচন হওয়ার কথা । সেখানে লড়াই হবে 56টি আসনে ।

বিহারের ছয়টি আসনে রাজ্যসভা নির্বাচন

বিহারের 6টি আসন ছাড়াও গুজরাতের চারটি, কর্ণাটকের চারটি, মহারাষ্ট্রের ছয়টি, মধ্যপ্রদেশ পাঁচটি, পশ্চিমবঙ্গের পাঁচটি, উত্তরপ্রদেশের দশটি, রাজস্থান- ওড়িশা-তেলেঙ্গানা-অন্ধ্রপ্রদেশের 3টি করে মোট নয়টি আসন । ছত্তিশগড়-হরিয়ানা-হিমাচল প্রদেশ-উত্তরাখণ্ডের একটি করে আসনে নির্বাচন হবে ।

আরও পড়ুন:

  1. বাংলার 5-সহ রাজ্যসভার 56 আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে, ঘোষণা কমিশনের
  2. লোকসভার পর রাজ্যসভা, অধিবেশনে বাধা দিয়ে সাসপেন্ড উচ্চকক্ষের 45 সাংসদ
  3. সংসদ চত্বরে ধনকড়কে নকল করে ব্যঙ্গ কল্যাণের, কড়া প্রতিক্রিয়া রাজ্যসভার চেয়ারম্যানের

ABOUT THE AUTHOR

...view details