নয়াদিল্লি, 17 মে: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আবগারি নীতি দুর্নীতিতে আর্থিক প্রতারণা মামলায় একটি চার্জশিট দাখিল করেছে ৷ সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্র জানিয়েছে, চার্জশিটে এই মামলায় আম আদমি পার্টিকেও অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে ৷ বিশেষ আদালতের কাছে কেজরিওয়াল ও আপ-কে পিএমএলএ (আর্থিক প্রতারণা সংক্রান্ত আইন)-তে অভিযুক্ত করার জন্য আবেদন করা হয়েছে ৷
ইডি আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক 55 বছর বয়সী কেজরিওয়ালকে গত 21 মার্চ নয়াদিল্লিতে তাঁর সরকারি বাসভবন থেকে গ্রেফতার করেছিল । কেজরিওয়াল বর্তমানে অন্তর্বর্তী জামিনে রয়েছেন । লোকসভা নির্বাচনে প্রচারের জন্য তাঁকে জামিন দিয়েছে আদালত ৷ তার মধ্যে ইডি এই মামলায় অষ্টম চার্জশিট পেশ করল ৷
সেখানে তারা জানিয়েছে যে এই মামলায় এখনও পর্যন্ত 18 জনকে গ্রেফতার করেছে । গত সপ্তাহে বিআরএস নেতা এবং তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতা এবং আরও চারজনের বিরুদ্ধে ইডি-র তরফে একই অভিযোগ দায়ের করা হয়েছিল ।
দিল্লির মুখ্যমন্ত্রীকে এর আগে ইডি দিল্লি আবগারি দুর্নীতি মামলার ‘কিংপিন ও মূল ষড়যন্ত্রকারী’ বলা হয়েছে । তিনি দিল্লি সরকারের মন্ত্রী, আপ নেতা এবং অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগসাজশে এই দুর্নীতি করেছেন বলে অভিযোগ । অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বলেন, "আমাদের কাছে প্রত্যক্ষ প্রমাণ আছে যে কেজরিওয়াল একটি সাত তারকা হোটেলে ছিলেন, যার বিল আংশিকভাবে মামলার একজন অভিযুক্ত দ্বারা পরিশোধ করা হয়েছিল ৷" তিনি আরও জানান, কেজরিওয়াল এই আবগারি নীতি (যা এখন বাতিল করা হয়েছে) প্রণয়নে মূল ভূমিকা পালন করেছিলেন । আপের জাতীয় আহ্বায়ক হিসাবে কেজরিওয়াল এই দুর্নীতির জন্য দায়ী ছিলেন ।
দিল্লির আবগারি দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআই তদন্তের প্রস্তাব দিয়েছিলেন দিল্লির উপ রাজ্যপাল ভি কে সাক্সেনা ৷ এর পর ইডি পিএমএলএ-তে মামলা রুজু করে ৷ সিবিআই এই মামলায় এফআইআর করেছিল 2022 সালের 17 অগস্ট ৷ আর ইডি এই মামলার এফআইআর করে ওই মাসের 22 তারিখ ৷
আরও পড়ুন:
- বিজেপি জিতলে এক বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ, দাবি অরবিন্দ কেজরিওয়ালের
- ‘ওয়ান নেশন ওয়ান লিডার’ মিশন সফল করতে চান মোদি, অভিযোগ কেজরিওয়ালের
- স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, মুক্তির পরই বার্তা কেজরিওয়ালের