পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তাপমাত্রা 47 ডিগ্রি ! জ্বালাপোড়া গরমে রাজস্থানে হিটস্ট্রোকে 5 জনের মৃত্যু - Heatstroke Death

Rajasthan News: তীব্র গরম রাজস্থানে ৷ চলছে তাপপ্রবাহ ৷ তার জেরেই রাজ্যের বিভিন্ন এলাকায় হিটস্ট্রোকে প্রাণ গেল মোট 5 জনের ৷

Heatstroke
রাজস্থানে তীব্র গরমে 5 জনের মৃত্যু (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 11:05 PM IST

জালোর/যোধপুর,23 মে:রাজস্থানে ক্রমশ বাড়ছে তাপপ্রবাহ গরম এতটাই তীব্র যে বালিতেই স্যাঁকা হয়ে যাচ্ছে পাঁপর। বারমেরের এই ঘটনার 24 ঘণ্টার মধ্যে এহেন অসহ্য গরমে মৃত্যু হল মোট 5 জনের ৷ যার মধ্যে জালোরে 4 এবং যোধপুরে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে । এই বিষয়ে জালোরের সিএমএইচও ডাঃ রমা শঙ্কর ভারতী জানিয়েছেন, গরমে চারজনের মৃত্যু হয়েছে ।

প্রচণ্ড গরমে এক নারী-সহ 4 জনের মৃত্যু হয়েছে জালোরে । জেলা প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, জালোর রেলওয়ে স্টেশনের মোদ্রানের কাছে নারপাড়ার বাসিন্দা বিষ্ণুদানের ছেলে সুরজদান এবং গুজরাতের ডিসার বাসিন্দা সোহান রাম রেলস্টেশনেই অসুস্থ হয়ে পড়েছিলেন । লোকজন অ্যাম্বুলেন্সের সাহায্যে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন ।

আরও পড়ুন :প্রবল গরমে হুগলি স্টেশনে হিট স্ট্রোকে মৃত্যু ভবঘুরে প্রৌঢ়ের

তথ্য অনুযায়ী, প্রচণ্ড গরমে মৃত্যু হয়েছে এক মহিলার ৷ তিনি কেশবনা রোডে অবস্থিত সাফাদার বাসিন্দা কমলা দেবী (42)। বাড়িতে কাজ করার সময় হঠাৎ ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান । পরে পরিবারের লোকজন দ্রুত তাঁকে জেনারেল হাসপাতালে নিয়ে আসে । এখানে ডাঃ বিজয় কুমার মীনা তাঁকে মৃত ঘোষণা করেন ৷

আরেকটি ঘটনা বেদিয়ার আহোরের ৷ সেখানকার বাসিন্দা ফুলরাম বাড়িতে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৷ পরিবার তাঁকে আহোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফুলরাম মৃত ঘোষণা করেন । একইভাবে আহোরের সোগাদি গ্রামের বাসিন্দা পপটলাল (30) মারা গিয়েছেন হিটস্ট্রোকে । পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে দেখাতে বাইকে করে হাসপাতালে যান আহোর । স্ত্রীর চিকিৎসা করিয়ে তিনি বাড়ি ফিরে আসেন ৷ কিছুক্ষণ পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । যুবককেও আহোর হাসপাতালে আনা হয়, কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে জালোর জেনারেল হাসপাতালে রেফার করা হয় । জালোরে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় । তবে গরমের কারণে এই মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ।

যোধপুরে হিটস্ট্রোকে মৃত্যু: যোধপুরেও গরমে মৃত্যু হয়েছে এক ব্যক্তির । শাস্ত্রী নগর থানার অফিসার দেবেন্দ্র সিং দেওরা জানিয়েছেন, মিল্কম্যান কলোনির বাসিন্দা 50 বছর বয়সি শ্যামলাল বিকেল 4টের দিকে বাড়ি থেকে বেরিয়েছিলেন । আইটিআই সার্কেলে ভেঙে পড়েন তিনি । এরপর তাঁকে এমডিএমে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন । মৃত্যুর কারণ হিটস্ট্রোক বলে ধারণা করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details