নয়াদিল্লি, 17 নভেম্বর: সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারছেন না ৷ আর তাই ইস্তফা দিলেন দিল্লির পরিবহণ মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা কৈলাস গেহলত ৷ দলের সদস্যপদ ও দিল্লি সরকারের মন্ত্রিত্ব থেকে ইস্তফার বিষয়টি জানিয়ে রবিবার আপের আহ্বায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লেখেন তিনি ৷
চিঠিতে তাঁর এই সিদ্ধান্তের জন্য যমুনা পরিষ্কারে ব্যর্থতা-সহ দলের অন্দরে একাধিক চ্যালেঞ্জ ও রাজ্যবাসীর প্রতি অপূর্ণ প্রতিশ্রুতিকে কারণ হিসেবে দেখিয়েছেন দিল্লির পরিবহণ মন্ত্রী ৷ আগামী 2025 সালের শুরুতে দিল্লিতে বিধানসভা নির্বাচন ৷ তার আগে আপ নেতার ইস্তফা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে ৷
কেন ইস্তফা?
মূলত কেন্দ্রের সঙ্গে দলের দীর্ঘ টানাপোড়েনকেই ইস্তফার কারণ হিসেবে চিঠিতে ব্যাখ্যা করেছেন আপ নেতা ৷ কেজরিওয়ালকে লেখা চিঠিতে তিনি বলেন, "প্রকৃত অর্থে দিল্লির মানুষের কথা না-ভেবে কেন্দ্রের সঙ্গে বিবাদে বেশি সময় নষ্ট করছে সরকার ৷ বিভিন্ন সময়ে বেশকিছু বিতর্কিত ও অসম্মানজনক মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে ৷ এই আবহে দলে কিংবা সরকারে থাকা আমার পক্ষে সম্ভব নয় ৷"
'রাজনৈতিক স্বার্থ নিয়ে ব্যস্ত দল'
এখানেই শেষ নয়, পদত্যাগপত্রে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন কৈলাশ ৷ তাঁর মতে, বর্তমানে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্য় নিয়ে এগোচ্ছে আপ ৷ তিনি লেখেন, "দুঃখের বিষয় হল, আমরা জনগণের অধিকারের জন্য লড়াই করার পরিবর্তে কেবল নিজেদের রাজনৈতিক স্বার্থ দেখছি। অগ্রগতি ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়, যতক্ষণ না দিল্লি সরকার কেন্দ্রের সঙ্গে লড়াই বন্ধ করে ৷" আপের প্রবীণ নেতা আরও জানান, দিল্লির মানুষের সেবার প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন ৷ আজ তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন ৷ সেই কারণে, দলের পদ থেকেও ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন ৷