পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'পাজামা' মন্তব্যে বিতর্কে মহুয়া, তৃণমূল সাংসদের বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের - Mahua Moitra vs Rekha Sharma

FIR AGAINST MAHUA MOITRA: এনসিডব্লিউ চেয়ারপার্সন রেখা শর্মাকে নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিয়োয় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন, তাতে বিতর্ক তৈরি হয়েছে ৷ এই মন্তব্যকে 'অপমানজনক' বলে দাগিয়েছেন এনসিডব্লিউ চেয়ারপার্সন রেখা শর্মা ৷ সেই অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি পুলিশ ৷

By PTI

Published : Jul 7, 2024, 6:48 PM IST

Updated : Jul 7, 2024, 8:05 PM IST

FIR AGAINST MAHUA MOITRA on PAJAMA REMARK
(বাঁদিক থেকে) হাথরসে রেখা শর্মা এবং লোকসভা সাংসদ মহুয়া মৈত্র (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 7 জুলাই: তৃণমূল লোকসভা সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে নিয়ে সোশাল মিডিয়ায় 'অপমানজনক' মন্তব্যের জন্য এই এফআইআর দায়ের হয়েছে ৷ তাঁকে নিয়ে মহুয়া যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ তার জেরেই এই মামলা দায়ের হয়েছে ৷

2 জুলাই উত্তরপ্রদেশের হাথরসে একটি সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় 123 জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যাও বহু ৷ 3 জুলাই সেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন এনসিডব্লিউ-র চেয়ারপার্সন রেখা শর্মা ৷ সোশাল মিডিয়ায় রেখা শর্মার হাথরসে যাওয়া নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ তাতে মহুয়া মৈত্র রেখা শর্মাকে নিয়ে যে মন্তব্য করেছেন, তাকে অপমানজনক বলে দাগিয়েছেন রেখা শর্মা ৷ এরপর 5 জুলাই লোকসভার তৃণমূল সাংসদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করার কথা ঘোষণা করে এনসিডব্লিউ ৷

জানা গিয়েছে, দিল্লি পুলিশের স্পেশাল সেল সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য মামলা দায়ের করেছে ৷ ভারতীয় ন্যায় সংহিতার 79 ধারায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে এই এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ দিল্লি পুলিশ 'এক্স' হ্যান্ডেলে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে নিয়ে মহুয়ার করা মন্তব্যের সম্পর্কেও তথ্য চেয়েছে বলে জানা গিয়েছে ৷

গত শুক্রবার মহুয়া মৈত্রের করা মন্তব্যের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছিল জাতীয় মহিলা কমিশন ৷ এদিনই রেখা শর্মা জানিয়েছিলেন, তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে লোকসভা সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে চিঠি লিখেছেন ৷ পাশাপাশি দিল্লির পুলিশ কমিশনারকেও পুরো ঘটনাটি জানিয়েছিলেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ এদিন মামলা দায়ের করেছে ৷ তদন্তও শুরু করেছে ৷

এই বিষয়ে জাতীয় মহিলা কমিশনের তরফেই জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহুয়া মৈত্রর করা মন্তব্যগুলি অবমাননাকর ৷ বিকৃত মন্তব্যটি মহিলাদের সম্ভ্রম অধিকারকে খর্ব করে ৷ মন্তব্যটি ভারতীয় ন্য়ায় সংহিতা 2023-এর ধারা 79-এর অধীনের মধ্যে পড়ে ৷ (পিটিআই)

Last Updated : Jul 7, 2024, 8:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details