পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আপ বিধায়কদের ভাঙানোর অভিযোগ, আরও এক মন্ত্রীর বাড়িতে দিল্লি পুলিশ - অরবিন্দ কেজরিওয়াল

AAP MLAs' 'poaching' Case: আপের বিধায়কদের কিনে নিতে 25 কোটি টাকা দিচ্ছে বিজেপি ৷ এই অভিযোগ এনেছিলেন আপ প্রধান তথা দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর মন্ত্রিসভার সদস্য আতিশি ৷ এই অভিযোগের তদন্তে নেমেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷

ETV Bharat
দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 12:14 PM IST

Updated : Feb 4, 2024, 1:15 PM IST

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: হাতে হাতে নোটিশ ধরাতে মন্ত্রীর বাড়িতে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ এবার দিল্লির আরেক মন্ত্রী অতিশী মারলেনা ৷ গতবছর বিজেপির বিরুদ্ধে আপের বিধায়ক ভাঙানোর অভিযোগ উঠেছিল ৷ বিজেপি 'অপারেশন লোটাস 2.0' চালাচ্ছে বলে অভিযোগ করেছিলেন খোদ আপ প্রধান তথা দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর সঙ্গে একই সুর গেয়েছিলেন দিল্লি সরকারের মন্ত্রী আতিশি ৷

এই অভিযোগের তদন্তে নেমেছে দিল্লি পুলিশ ৷ আর সেই তদন্তে সহযোগিতার করতে শনিবারই নোটিশ দেওয়া হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের কার্যালয়ে ৷ নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে জবাব দিতে হবে কেজরিওয়ালকে ৷ রবিবার তাঁরা শিক্ষামন্ত্রী অতিশীকেও নোটিশ দিতে তাঁর বাসভবনে পৌঁছয় দিল্লি পুলিশ ৷

আপ সূত্রের খবর, রবিবার সকালে বাসভবনে ছিলেন না শিক্ষামন্ত্রী অতিশীও ৷ তিনি অবশ্য তাঁর কার্যালয়ের কর্মীদের নির্দেশ দিয়েছিলেন, তাঁরা যেন ক্রাইম ব্রাঞ্চের থেকে এই নোটিশ নিয়ে নেন ৷ দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এক শীর্ষ আধিকারিক বলেন, "আবারও অতিশীকে নোটিশ দিতে যাওয়া হবে ৷ এদিন সকালে তিনি তাঁর বাসভবনে ছিলেন না ৷"

প্রথমে শুক্রবার সকালে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ মুখ্য়মন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে এই নোটিশ দিতে চায় ৷ তিনি সেই সময় বাসভবনে ছিলেন না ৷ পরে শনিবার সকালে ফের তাঁর বাসভবনে নোটিশ দিতে পৌঁছয় ক্রাইম ব্রাঞ্চের একটি দল ৷ এদিনও মুখ্যমন্ত্রী বাড়িতে ছিলেন না ৷ তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এই নোটিশ দেওয়ার কথা জানান ৷ সেই মতো তাঁর কার্যালয়েই নোটিশ দিয়ে এসেছেন আধিকারিকরা ৷ তবে তিন দিনের মধ্যে উত্তর দিতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে ৷

এদিকে রবিবার সকালেই আপ প্রধান কেজরিওয়ালের বাড়িতে পৌঁছন আপের রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা ও মন্ত্রী অতিশী ৷ আজ দিল্লির রোহিণীতে দু'টি স্কুলের উদ্বোধন করার কথা রয়েছে কেজরিওয়াল ও অতিশীর ৷ 27 জানুয়ারি আপ প্রধান কেজরিওয়াল ও অতিশী অভিযোগ করেন, বিজেপি আপের বিধায়কদের ভয় দেখাচ্ছে এই বলে যে, খুব শীঘ্রই কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে ৷ দিল্লির সরকার ভেঙে যাবে ৷ তারা 25 কোটি টাকা দিয়ে আপ বিধায়কদের কিনে নেওয়ার চেষ্টা করে ৷ এমনকী আগামী বিধানসভা নির্বাচনে লড়ার টিকিট দেবে বলেও প্রতিশ্রুতিও দেয় ৷ এই অভিযোগ প্রকাশ্যে আসতেই দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দর সচদেবা পুলিশের কাছে গিয়ে এই অভিযোগের তদন্তের দাবি জানান ৷

আরও পড়ুন:

  1. শনি-সকালে কেজরিওয়ালের বাড়িতে ক্রাইম ব্রাঞ্চ, মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা; অভিযোগ আপের
  2. আবগারি দুর্নীতি মামলায় চতুর্থবার কেজরিওয়ালকে তলব ইডির
  3. আজই গ্রেফতার হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল! আশঙ্কা আপ মন্ত্রীদের
Last Updated : Feb 4, 2024, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details