নয়াদিল্লি, 25 জুন: একটানা অনশনের কারণে শারীরিক অবস্থার অবনতি জলমন্ত্রী তথা আপ নেত্রী অতিশীর ৷ মঙ্গলবার ভোরে হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে ৷ দিল্লির লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে ৷ চরম জলসঙ্কট চলছে রাজধানী দিল্লিতে ৷ সমস্যার সমাধানের দাবিতে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য় 'জল সত্যাগ্রহে' বসেছিলেন জলমন্ত্রী তথা আপ নেত্রী অতিশী ৷
অনশনরত অবস্থায় শারীরিক অবনতি, হাসপাতালে ভর্তি হলেন আপ নেত্রী অতিশী - AAP LEADER ATISHI HOSPITALISED - AAP LEADER ATISHI HOSPITALISED
Atishi Hospitalised: জলের দাবিতে একটানা অনশন ৷ অবশেষে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হল আপ নেত্রী তথা দিল্লির জলমন্ত্রী অতিশীকে ৷ সোমবার মধ্য়রাতে দিল্লির লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে ৷
Published : Jun 25, 2024, 9:10 AM IST
|Updated : Jun 25, 2024, 9:58 AM IST
অনশনের 4 দিনের মাথায় অসুস্থ হয়ে পড়েন অতিশী ৷ সোমবার চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে হাসপাতালের ভর্তির পরামর্শ দেন ৷ যদিও ভর্তি হতে রাজি হননি অতিশী ৷ তিনি সাফ জানান, শারীরিক অবস্থার অবনতি ঘটলেও হরিয়ানা সরকার জল না-দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন ৷ সোমবার গভীর রাতে তাঁর রক্তে শর্করার মাত্রা ছিল 43 ৷ মঙ্গলবার ভোরে তা নেমে আসে 36-এ ৷ এরপরই ডাক্তাররা তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন ৷
প্রবল গরমের কারণে রাজধানীতে তীব্র জলকষ্ট দেখা দেয় ৷ পরিস্থিতি সামাল দিতে প্রতিবেশী রাজ্য হরিয়ানা থেকে বাড়তি জল চেয়েছিল দিল্লি সরকার ৷ কিন্তু হরিয়ানা সরকার তাঁর সেই দাবি না-মানায় শুক্রবার থেকে অনশনে বসেন অতিশী ৷ গত 4 দিন ধরে কিছুই খাচ্ছেন না তিনি ৷ অনশন শুরুর পর থেকে তাঁর 2.2 কেজি কমেছে। 21 জুনের আগে তাঁর ওজন ছিল 65.8 কেজি ৷ অনশন শুরুর পর তাঁর ওজন কমে দাঁড়িয়েছে 63.6 কেজি । অতীশির প্রস্রাবে কিটোনের মাত্রাও বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা । আর কিটোনের মাত্রা এভাবে বাড়তে থাকলে তাঁর স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।