পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দু’দিনের মাথায় ফের ই-মেলে নাশকতার হুমকি দিল্লির 4 হাসপাতালে - Bomb Threats in Delhi - BOMB THREATS IN DELHI

Bomb Threats in Delhi: নির্বাচনী আবহে ফের একবার নাশকতার হুমকি জাতীয় রাজধানীতে ৷ রবিবারের পর মঙ্গলবার ফের দিল্লির বেশ কয়েকটি হাসপাতালে বোমা রাখা রয়েছে বলে ইমেলে হুমকি দেওয়া হয়েছে ৷ বোমার খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

ETV BHARAT
দিল্লির চারটি হাসপাতালে মঙ্গলবার সকালে নাশকতার হুমকি দিয়ে ইমেল ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 2:33 PM IST

নয়াদিল্লি, 14 মে: আবারও বোমাতঙ্ক দিল্লির হাসপাতালে ৷ এবার চারটি হাসপাতালে নাশকতার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে ৷ যে ঘটনার পর তৎপরতার সঙ্গে ওই চার হাসপাতালে তল্লাশি অভিযান চালানো হয় ৷ যদিও, তদন্তকারীরা এখনও কোনও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি ৷ গত রবিবারও একইভাবে ইমেলে দিল্লির কুড়িটি হাসপাতাল, বিমানবন্দর ও উত্তর রেলের সিপিআরও-র অফিসে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল ৷ সেই ঘটনাতেও কোনও কিছু পাওয়া যায়নি ৷

দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, জিটিবি-সহ একাধিক হাসপাতাল থেকে তাদের কাছে ফোন আসে ৷ সেখানে জানানো হয়, কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ই-মেল এসেছে নাশকতার ৷ সেখানে দাদা দেব হাসপাতাল, হেগড়েওয়ার হাসপাতাল এবং দীপ চন্দ্র বন্ধু হাসপাতাল থেকে একইরকম নাশকতার হুমকি দিয়ে ইমেলের ফোন আসে দমকলের কাছে ৷ খবর পেতেই বম্ব ডিসপোজাল স্কোয়াড, বম্ব ডিটেকশন টিম, দমকল ও পুলিশের বিভিন্ন বিভাগের আধিকারিকরা হাসপাতালগুলিতে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে ৷

দিল্লির দমকল বিভাগের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ফোনটি আসে সকাল 10টা 45 মিনিটে উত্তর দিল্লির অশোক বিহারের দীপ চন্দ্র বন্ধু হাসপাতাল থেকে ৷ দ্বিতীয় কলটি আসে 10টা 55 মিনিটে দক্ষিণ-পশ্চিম দিল্লির ডাবরির দাদা দেব হাসপাতালের ৷ তিননম্বর কল যায় 11টা 1 মিনিটে হেগড়েওয়ার হাসপাতাল পূর্ব দিল্লির ফ্রাস বাজার এলাকা থেকে ৷ আর চতুর্থ কল বেলা 11টা 12 মিনিটে শাহদারার জিটিবি হাসপাতাল থেকে আসে ৷

হেগড়েওয়ার হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ ভিকে শর্মা জানিয়েছেন, "পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালাচ্ছে ৷ আমরাও দুবার তল্লাশি করেছি ৷ এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ৷" হাসপাতালের একজন চিকিৎসকের কাছে হাসপাতালে বিস্ফোরক থাকার মেইলটি এসেছিল বলে জানান ওই সিকিউরিটি ইনচার্জ ৷

আরও পড়ুন:

  1. নিশানায় বিমানবন্দর-সহ আট হাসপাতাল, রাজধানীতে ফের নাশকতার হুমকি মেইল
  2. দিল্লির 100টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল, বোমাতঙ্ক রাজধানীতে
  3. ভোটের একদিন আগে গুজরাতের একাধিক স্কুলে বোমাতঙ্ক! ঘটনাস্থলে ক্রাইম ব্রাঞ্চ

ABOUT THE AUTHOR

...view details