নয়াদিল্লি, 10 মে:বিপাকে বিজেপি নেতা তথা ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংহ। দেশের পদকজয়ী কুস্তিগীরদের আনা যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে এই সাংসদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে জানাল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। 21 মে সরকারিভাবে চার্জ গঠিত হবে। তবে বিচারক প্রিয়াঙ্কা রাজপুত এক মহিলার আনা অভিযোগ থেকে ব্রিজভূষণকে মুক্ত করে দিয়েছেন।
মোট 6 জন মহিলা অভিযোগ এনেছিলেন তার মধ্যে একটি থেকে ছাড় পেয়েছেন বিজেপির এই নেতা। বাকি 5 জনের অভিযোগের ভিত্তিতেই হবে চার্জ গঠন। ব্রিজভূষণের পাশাপাশি কুস্তি সংগঠনের সম্পাদক বিনোদ তোমারের বিরুদ্ধেও চার্জ গঠনের সিদ্ধান্ত হয়েছে। এদিকে, বেশ কিছুদিন আগে 6 বার লোকসভার সদস্য হওয়া ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় দিল্লি পুলিশ। তাতে যৌননির্যাতন থেকে শুরু করে অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারা যুক্ত করা হয়। সেই মামলায় চার্জ গঠনের সিদ্ধান্ত নিল আদালত। বিচারক জানান, ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠন করার মতো ষথেষ্ট তথ্য প্রমাণ আছে । এরপরই চার্জ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা। তিনি বলেন, "প্রাথমিকভাবে আমার বিরুদ্ধে চার্জ গঠন করছে আদালত। রায়কে স্বাগত জানাই। এবার আমার জন্য আইনের বেশ কয়েকটি নতুন দরজা খুলে গেল।"