পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিপাকে ব্রিজভূষণ! যৌন নির্যাতনের ঘটনায় চার্জ গঠনের সিদ্ধান্ত দিল্লির আদালতের - Bhushan Sharan Singh

Charges Framed Against Brij Bhushan Sharan Singh: মহিলা কুস্তিগীরদের লড়াইয়ের উত্তাল হয়েছিল দেশ। কুস্তি সংগঠনের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন। এবার তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে চার্জ গঠনের সিদ্ধান্ত নিল আদালত।

Brij Bhushan Singh
বিজেপি নেতা ব্রিজভূষণ সিংহ। (নিজস্ব চিত্র)

By PTI

Published : May 10, 2024, 6:22 PM IST

Updated : May 10, 2024, 7:41 PM IST

নয়াদিল্লি, 10 মে:বিপাকে বিজেপি নেতা তথা ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ সিংহ। দেশের পদকজয়ী কুস্তিগীরদের আনা যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে এই সাংসদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে জানাল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। 21 মে সরকারিভাবে চার্জ গঠিত হবে। তবে বিচারক প্রিয়াঙ্কা রাজপুত এক মহিলার আনা অভিযোগ থেকে ব্রিজভূষণকে মুক্ত করে দিয়েছেন।

মোট 6 জন মহিলা অভিযোগ এনেছিলেন তার মধ্যে একটি থেকে ছাড় পেয়েছেন বিজেপির এই নেতা। বাকি 5 জনের অভিযোগের ভিত্তিতেই হবে চার্জ গঠন। ব্রিজভূষণের পাশাপাশি কুস্তি সংগঠনের সম্পাদক বিনোদ তোমারের বিরুদ্ধেও চার্জ গঠনের সিদ্ধান্ত হয়েছে। এদিকে, বেশ কিছুদিন আগে 6 বার লোকসভার সদস্য হওয়া ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় দিল্লি পুলিশ। তাতে যৌননির্যাতন থেকে শুরু করে অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারা যুক্ত করা হয়। সেই মামলায় চার্জ গঠনের সিদ্ধান্ত নিল আদালত। বিচারক জানান, ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠন করার মতো ষথেষ্ট তথ্য প্রমাণ আছে । এরপরই চার্জ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা। তিনি বলেন, "প্রাথমিকভাবে আমার বিরুদ্ধে চার্জ গঠন করছে আদালত। রায়কে স্বাগত জানাই। এবার আমার জন্য আইনের বেশ কয়েকটি নতুন দরজা খুলে গেল।"

পাশাপাশি কুস্তিগীরদের আন্দোলনের অন্যতম প্রধান মুখ সাক্ষী মালিক সংবাদসংস্থা এএনআই-কে বলেছেন," আদালতের এই সিদ্ধান্ত আমাদের দীর্ঘ লড়াইয়ের ফসল। আমরা শুধু নিজেদের কথা ভেবে লড়াই করিনি। আগামী প্রজন্মের কথা ভেবেই লড়াই করেছিলাম। আগে অনেকেই বলেছিলেন, আমাদের কাছে ব্রিজভূষণের বিরুদ্ধে প্রমাণ নেই। কিন্তু এখন পর্যাপ্ত প্রমাণ আছে। অভিযুক্তর শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।" এর পাশাপাশি কুস্তি সংগঠনের বর্তমান সভাপতি সঞ্জয় সিংকে সরানোর দাবি করেছেন সাক্ষী। তাঁর মতে, সঞ্জয় আদতে ব্রিজভূষণের কাছের লোক। তাই তাঁকে না সরালে আদতে ব্রিজভূষণের নির্দেশেই কুস্তি সংগঠন পরিচালিত হবে।

দিন কয়েক আগে এই আদালতেই একটি আবেদন করেছিলেন কুস্তি সংগঠনের প্রাক্তন সভাপতি। তাঁর দাবি ছিল, এই ঘটনায় আরও বিস্তারিত তদন্ত করা দরকার। পাশাপাশি কুস্তির এক প্রশিক্ষকের কল রেকর্ডও খতিয়ে দেখারও দাবি করেন তিনি। সেই আবেদন আগেই খারিজ করে দিয়েছিল আদালত। এবার হল চার্জ গঠনের সিদ্ধান্ত।

আরও পড়ুন:

  1. অমিত শাহর সঙ্গে বৈঠকে কুস্তি নিয়ে কথা হবে না, দাবি ব্রিজভূষণের
  2. 'আমার পরিবারকে হুমকি দিচ্ছে ব্রিজভূষণ', মোদি-শাহের কাছে নিরাপত্তার অনুরোধ সাক্ষীর
Last Updated : May 10, 2024, 7:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details