আগ্রা, 27 জানুয়ারি: মহাকুম্ভ থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ৷ শেষ হয়ে গেল পুরো পরিবার ৷ রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে ফতেহাবাদ এলাকার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দম্পতি-সহ তাঁদের দুই সন্তানের ৷ সকলেই দিল্লির বাসিন্দা ৷ পুণ্য স্নান সেরে সেখানেই ফিরছিলেন ৷
জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িটি ডিভাইডারের উপর দিয়ে লাফিয়ে অন্য লেনে চলে যায় ৷ সেই সময় একটি ট্রাকের সঙ্গে গাড়িটির ব্যাপক সংঘর্ষ হয় ৷ যার ফলে দুমড়ে-মুচড়ে হয়ে যায় গাড়িটি ৷ তাতেই ভিতরে থাকা দম্পতি ও তাঁদের ছেলে মেয়ের মৃত্যু হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ অনেক কষ্টে দেহগুলি গাড়ির ভিতর থেকে উদ্ধার করে ৷
বিষয়টি নিয়ে এসিপি ফতেহাবাদ অমরদীপ লাল জানান, দিল্লির উত্তম নগরের বাসিন্দা ওমপ্রকাশ আর্য তাঁর স্ত্রী পূর্ণিমা, মেয়ে অহনা (12) ও ছেলে বিনায়ককে (4) নিয়ে গাড়ি করে মহাকুম্ভে গিয়েছিলেন ৷ সেখানে স্নান সেরে রবিবার রাতে তাঁরা দিল্লি ফিরছিলেন ৷ ওমপ্রকাশ নিজেই গাড়ি চালাচ্ছিলেন ৷ রাত 1টা নাগাদ আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের 31 নম্বর কিলোমিটারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গাড়িটি ৷ এরপর সেটি ডিভাইডার পেরিয়ে অন্য লেনে পৌঁছয় ৷ সেই সময় ওই রাস্তায় যাওয়া দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে গাড়িটির প্রচন্ড জোরে সংঘর্ষ হয় ৷
দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে হয়ে যায় । গুরুতর আহত ওমপ্রকাশ আর্য, স্ত্রী পূর্ণিমা সিং, মেয়ে অহনা ও ছেলে বিনায়ক ঘটনাস্থলেই মারা যায় । দুর্ঘটনার পর ভিড় জমে যায় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফতেহাবাদ থানার পুলিশ । অনেক কষ্টে গাড়িতে আটকে থাকা দেহগুলো বের করা হয় । এরপর তা শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় ।
পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য এসএন মেডিক্যাল কলেজে পাঠিয়েছে । পরিবারের সদস্যদের আসার অপেক্ষায় রয়েছে পুলিশ ৷ দুর্ঘটনার পর উভয় ক্ষতিগ্রস্ত গাড়ির কারণে এক্সপ্রেসওয়ের এক লেনে জ্যাম ছিল । ক্রেনের সাহায্যে গাড়ি দু'টিকে পাশে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় ।