নয়াদিল্লি, 18 নভেম্বর: দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি 'অতি গুরুতর' পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ রীতিমতো 'গ্যাস চেম্বারে' পরিণত হয়েছে রাজধানী শহর ৷ দমবদ্ধ অবস্থায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের ৷ সোমবার গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (GRAP)-এর চতুর্থ ধাপের অধীনে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে শহরজুড়ে ৷ পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সমস্ত স্কুলে অনলাইন ক্লাস শুরুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অতিশী ৷ যদিও দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে আসতে হবে ৷
সমস্ত স্কুলে বাতিল ক্লাস
ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে দিল্লির দূষণ ৷ বিগত এক সপ্তাহে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে ৷ শ্বাস নেওয়ার জন্য় রীতিমতো হাঁসফাঁস করছে দিল্লিবাসী ৷ সোমবার সকাল 7টায় দিল্লির বায়ুর গুণগত মান (AQI) ছিল 481 ৷ পরিস্থিতি বেগতিক বুঝে স্কুলে ক্লাসে বসে পড়াশোনার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার ৷ একমাত্র দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের স্কুলে যেতে হবে ৷ বাকিদের জন্য অনলাইনে পড়াশোনার ব্যবস্থা করেছে দিল্লির সরকার ৷ এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী অতিশী ৷
দিল্লির বর্তমান পরিস্থিতি
রবিবার পর্যন্ত দিল্লির বায়ুদূষণের মান GRAP-III স্টেজে ছিল ৷ সেই অনুযায়ী, প্রয়োজনীয় বিধিনিষেধ নেওয়া হয় দিল্লি সরকারের তরফে ৷ কিন্তু সপ্তাহের শুরু হতেই ভয়ঙ্কর অবস্থা রাজধানীতে ৷
কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) জানিয়েছে, পরিস্থিতি বুঝে দিল্লি-এনসিআর এলাকায় GRAP-IV অর্থাৎ 'সিভিয়ার প্লাস'-এর অধীনে পরিকল্পিত সমস্ত প্রয়োজনীয় বিধিনিষেধ লাগু করা হয়েছে ৷ সোমবার সকাল 8টা থেকেই রাজধানীর সমস্ত এলাকায় এই সমস্ত বিধিনিষেধ কার্যকর করা হয়েছে ৷
দূষণের কারণে দৃশ্যমানতা একেবারে নেই বললেই চলে ইন্ডিয়ান মেটিয়োরোলজিকাল ডিপার্টমেন্ট (IMD) দিল্লিজুড়ে কমলা শতর্কতা জারি করেছে ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন ধোঁয়াশার চাদরে ঢেকেছে রাজধানী ৷ ফলে বিমান ও রেল চলাচল ব্যহত হয়েছে ৷