মুম্বই, 24 অগস্ট: নদীতে বাস ওলটানোর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 41 ৷ শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক করে এই তথ্য নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন ৷ শুক্রবার সকালে নেপালের তানাহুন জেলায় আনিয়াপাহাড়া মারশিয়াংড়ি নদীতে ভারতীয়দের নিয়ে একটি বাস পড়ে দুর্ঘটনা ঘটে ৷ চালক ও 2 জন খালাসি-সহ বাসটিতে 43 জন যাত্রী ছিলেন, যাঁদের বেশির ভাগই ভারতীয় ৷ মৃতদের মধ্যে 24 জন মহারাষ্ট্রের জলগাঁও জেলার, জানিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় ৷ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷
মন্ত্রী গিরিশ মহাজন সাংবাদিকদের জানান, রাজ্য় সরকার নেপালের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছে ৷ উদ্ধার কার্যের জন্য় দিল্লিতে নেপালের দূতাবাসের সঙ্গেও কথা হয়েছে ৷ তিনি বলেন, "নেপালে যাত্রী নিয়ে একটি বাস নদীতে উলটে পড়ে যায় ৷ এই ঘটনায় 41 জনের মৃত্যু হয়েছে ৷ আমরা দিল্লিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি ৷ নেপালের সেনাবাহিনী 12 জনকে হাসপাতালে নিয়ে গিয়েছে ৷ এই সংখ্যাটা আরও বেশি হতে পারে ৷"