পালামৌ, 3 জুন:কূপ থেকে উদ্ধার 35টিরও বেশি বাঁদরের দেহ ৷ প্রাথমিকভাবে অনুমান, বাঁদরগুলি কুয়োতে জল থেকে নেমেছিল ৷ তারপর সেখান থেকে আর উঠতে পারেনি ৷ ঘটনা যাইহোক, কুয়ো থেকে এতগুলি বাঁদরের দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ৷ ঝাড়খন্ডের পালামৌর পাঙ্কি থানার অর্ন্তগত সোরাথ এলাকার ঘটনা ৷
স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় সোরাথ গ্রামের একটি জঙ্গলে গিয়েছিলেন কয়েকজন পশুপালক ৷ সেই জঙ্গলেই রয়েছে কুয়োটি ৷ তাঁরা প্রথমে বুঝে উঠতে পারেননি দুর্গন্ধ বেরোচ্ছে কোথা থেকে ৷ এরপর কুয়োয় উঁকি দিতেই তাঁদের চোখে পড়ে সেখানে একাধিক বাঁদরের দেহ ভাসছে ৷ পশুপালকরাই বিষয়টি গ্রামবাসীদের জানান ৷ খবর দেওয়া হয় বন দফতরেও ৷ বনকর্মীরা এসে বাঁদরের দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ সেই রিপোর্ট এলেই মৃত্য়ুর কারণ স্পষ্ট হবে ৷
এলাকায় একসঙ্গে এতগুলিবাঁদরের মৃত্য়ু প্রসঙ্গে পালামৌর ডিএফও কুমার আশিস বলেন, "বনকর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। বানরের মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।""এই ঘটনাটি দুঃখজনক। জল খেতে নেমেই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।"